রুই মাছের কালিয়া(rui macher kalia recipe in Bengali)

Soumyashree Roy Chatterjee
Soumyashree Roy Chatterjee @cook_20212524

রুই মাছের কালিয়া(rui macher kalia recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20-25 মিনিট
2 সারভিংস
  1. 4 টুকরোরুই মাছ
  2. 1 চা চামচ পেঁয়াজ বাটা
  3. 1 চা চামচ রসুন বাটা
  4. 1 চা চামচ আদা বাটা
  5. 1 চা চামচ জিরা ধনে গুঁড়ো
  6. 1 টা টমেটো
  7. 1 টা পেঁয়াজ কুচি
  8. স্বাদ মতলবণ
  9. পরিমাণ মত জল মতো
  10. ২-৩ টি কাঁচা লঙ্কা
  11. ১ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  12. ১/২ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো
  13. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  14. ৩-৪ টেবিল চামচসর্ষের তেল
  15. 1 চা চামচ গোটা জিরে
  16. 1 টা তেজ পাতা
  17. 1 টা গোটা শুকনো লঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

20-25 মিনিট
  1. 1

    প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে নিতে হবে।

  2. 2

    এবার ওই পাত্রে আর একটু তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে,শুকনো লঙ্কা ও তেজপাতা ফোরণ দিতে হবে।

  3. 3

    পরোটা ভাজা হয়ে গেলে তার মধ্যে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিতে হবে। এবার টমেটো কুচি দিয়ে অল্প লবণ, হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে দুমিনিট মত রেখে ভেজে নিতে হবে।

  4. 4

    এবার আদা পেঁয়াজ রসুন বাটা জিরেগুঁড়ো ধনেগুঁড়ো দিয়ে মসলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রয়োজনে অল্প জল দিয়ে মসলা তেল ছাড়া অব্দি কষাতে হবে।

  5. 5

    মসলা কষানো হয়ে গেলে তার মধ্যে পরিমাণমতো কুসুম গরম জল দিতে হবে। এবার দুটি কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে ফুটাতে হবে। স্বাদমতো লবণ ও শুকনো লঙ্কার গুঁড়ো দিতে হবে।

  6. 6

    ফুটে উঠলে ভেজে রাখা মাছ গুলো দিয়ে আবার কিছুক্ষণ ফুঁটিয়ে নিতে হবে।

  7. 7

    মসলা মাছের সাথে মাখা মাখা হয়ে এলে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Soumyashree Roy Chatterjee

Similar Recipes