নারকেল দিয়ে ভাজা সোনামুগ ডাল(Narkel diye Bhaja Sona moog dal recipe in Bengali)

SOMA ADHIKARY
SOMA ADHIKARY @cook_25386916
দমদম, কলকাতা ৭০০০৯০

#ebook2
#জামাইষষ্ঠী

ভাতের সাথে কালিয়া-কোর্মা যতই থাকুক না কেন আগে ডাল-ভাত না খেলে বাঙালির খাওয়াটা ঠিক জমে না।

নারকেল দিয়ে ভাজা সোনামুগ ডাল(Narkel diye Bhaja Sona moog dal recipe in Bengali)

#ebook2
#জামাইষষ্ঠী

ভাতের সাথে কালিয়া-কোর্মা যতই থাকুক না কেন আগে ডাল-ভাত না খেলে বাঙালির খাওয়াটা ঠিক জমে না।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
৩ জন
  1. ১.৫ কাপ সোনামুগ ডাল
  2. ২টেবিল চামচ নারকেল কুচি
  3. ২ টেবিল চামচ নারকেল কোরা
  4. ২টো তেজপাতা
  5. ২টো শুকনো লঙ্কা
  6. ১ চা চামচ গোটা জিরে
  7. ১/২ চা চামচ মৌরি
  8. ২-৩ টে চেরা কাঁচা লঙ্কা
  9. ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো
  10. ১ চা চামচ চিনি
  11. স্বাদ মতো নুন
  12. ৫টেবিল চামচ ঘি
  13. ১.৫লিটার জল

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    গ্যাসের একদিকে একটা পাত্রে জল গরম বসিয়ে অন্যদিকে শুকনো কড়াইতে প্রথমে ডালটা লালচে করে ভেজে নিয়ে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে

  2. 2

    জল গরম হলে ডাল ঢেলে দিয়ে ভালো করে তলা পর্যন্ত নেড়ে দিতে হবে যাতে ডাল দলা ধরে না যায়

  3. 3

    ডাল সেদ্ধ হয়ে গেলে ডালে হলুদ দিতে হবে।এরপর গ্যাস বন্ধ করে দিতে হবে

  4. 4

    অন্য করাইতে ৪টেবল চামচ ঘি গরম করে তেজপাতা, শুকনোলঙ্কা,জিরে ও মৌরি ফোড়ন দিয়ে নারকেল কুচি দিয়ে ভাজা হয়ে সুন্দর গন্ধ ছাড়লে সেদ্ধ ডালটা সম্বার দিয়ে চিনি,কাঁচালঙ্কা ও স্বাদ মতো নুন দিয়ে ফুটতে দিতে হবে

  5. 5

    ডাল ফুটে উঠলে নামিয়ে পাত্রে ঢেলে ওপরে ১ টেবিল চামচ ঘি ও নারকেল কোরা ছড়িয়ে দিতে হবে।তৈরী হয়ে গেলো বাঙালির বিখ্যাত ভাজা সোনামুগ ডাল

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
SOMA ADHIKARY
SOMA ADHIKARY @cook_25386916
দমদম, কলকাতা ৭০০০৯০
এক গৃহবধূ।নিজে খেতে খুব একটা ভালোবাসিনা।কিন্তু নতুন নতুন রান্না করেসবাইকে খাওয়ানোর পরে তাদের মুখের হাসিটা দেখতে খুব ভালোবাসি।
আরও পড়ুন

Similar Recipes