শাহী জর্দা পোলাও(shahi jarda polau recipe in Bengali)

Suranya Lahiri Das
Suranya Lahiri Das @cook_25623034

#চাল
মিষ্টি এই পোলাওটা ডেজার্ট হিসেবে খাওয়া হয়ে থাকে। চাল,ঘি ,কেওড়ার জল ও নানা রকমের ড্রাই ফ্রুটস এবং চিনির রসে দিয়ে তৈরি এই পোলাও ,গন্ধে যেমন মনমোহীনি, স্বাদেও তেমন অতুলনীয়।

শাহী জর্দা পোলাও(shahi jarda polau recipe in Bengali)

#চাল
মিষ্টি এই পোলাওটা ডেজার্ট হিসেবে খাওয়া হয়ে থাকে। চাল,ঘি ,কেওড়ার জল ও নানা রকমের ড্রাই ফ্রুটস এবং চিনির রসে দিয়ে তৈরি এই পোলাও ,গন্ধে যেমন মনমোহীনি, স্বাদেও তেমন অতুলনীয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪ জন
  1. জর্দা পোলাও বানাবার জন্য
  2. ২০০ গ্রাম বাসমতী চাল
  3. ১ কাপ চিনি
  4. জর্দার ছোট মিষ্টির জন্য
  5. ১ কাপ দুধ
  6. ১ চা চামচ ভিনিগার
  7. গারনিসিং এর জন্য
  8. ৬-৭ টা কাজু বাদাম
  9. ৬-৭ টা কিসমিস
  10. ৩-৪ টা কাঠ বাদাম
  11. ২ টা চেরি
  12. পরিমাণ মতো এলাচ, দারুচিনি, লবঙ্গ
  13. ১ টেবিল চামচ ঘি
  14. ১ চিমটি কেশর
  15. ১ চা চামচ কেওড়ার জল
  16. পরিমাণ মতো জল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    পোলাও এর চাল ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে কিছুক্ষণ।এখন জর্দার মিষ্টি বানাবার জন্য ১ কাপ দুধ ফুটিয়ে ওর মধ্যে ভিনিগার মিশিয়ে ছানা কাটিয়ে জল ঝরিয়ে নিতে হবে।এবার ছানাটা মসৃণ করে মেখে ছোট ছোট বল বানিয়ে নিতে হবে।

  2. 2

    এবার একটা পাত্রে ২ কাপ জল আর এক কাপ চিনি দিয়ে রস বানিয়ে নিতে হবে। জর্দার মিষ্টি গুলো ভেজে আর কয়েকটা না ভেজে রসে ফুটিয়ে নিয়ে ১০ মিনিট রসের মধ্যে রেখে দিতে হবে।আর একটা পাত্রে জলের মধ্যে ১ ফোটা ফুড কালার আর কেশর দিয়ে ফুটিয়ে ওর মধ্যে ভেজানো চালও গোটা গরম মশলা গুলো দিয়ে দিতে হবে।চালটা একটু শক্ত থাকতেই জল ঝরিয়ে নিতে হবে।

  3. 3

    এখন ড্রাই ফ্রুটস গুলো ঘি এর মধ্যে একটু ভেজে তুলে নিতে হবে। এখন বাকি ঘি এর মধ্যে চিনির রসটা ঢেলে ওর মধ্যে জল ঝরানো চাল দিয়ে, ভালো ভাবে মিশিয়ে ঢাকা দিয়ে অল্প আঁচে ১০ মিনিট দমে বসাতে হবে। এখন এর মধ্যে ভেজে রাখা ড্রাই ফ্রুটস,ছোট মিষ্টি গুলো আর ১ চা চামচ কেওড়ার জল ভালো ভাবে মিশিয়ে সার্ভ করলেই রেডি ঝরঝরে শাহী জর্দা পোলাও। ১ টা চেরি মাঝখানে দিয়েছি, আর একটা কুচি করে কেটে পোলাও এর চার পাশে দিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Suranya Lahiri Das
Suranya Lahiri Das @cook_25623034

মন্তব্যগুলি (13)

Similar Recipes