বাসন্তী পোলাও(basonti polao recipe in Bengali)

Tanushree Das Dhar
Tanushree Das Dhar @Tanu123
Siliguri West Bengal

#চাল
#ebook2
#জামাইষষ্ঠী রেসিপি
খুবই সুস্বাদু একটি রান্না। যেকোন আনন্দ উৎসবে একটি পারফেক্ট রেসিপি। জামাইষষ্ঠীর দুপুর টা জমে যাবে।

বাসন্তী পোলাও(basonti polao recipe in Bengali)

#চাল
#ebook2
#জামাইষষ্ঠী রেসিপি
খুবই সুস্বাদু একটি রান্না। যেকোন আনন্দ উৎসবে একটি পারফেক্ট রেসিপি। জামাইষষ্ঠীর দুপুর টা জমে যাবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০-৩৫মিনিট
৩জন
  1. ২৫০গ্রাবাসমতী চাল
  2. ৬ টেবিল চামচচিনি
  3. ১টেবিল চামচনুন
  4. ২ চা চামচহলুদ গুঁড়া
  5. ১/২লিটারজল
  6. ১টেবিল চামচকাজুবাদাম
  7. ১টেবিল চামচকিসমিস
  8. ২-৩টেএলাচ
  9. প্রয়োজন মতদারচিনি
  10. ৩টেলবঙ্গ
  11. ২টোতেজপাতা
  12. ৩ টেবিল চামচঘি
  13. ১চা চামচ সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

৩০-৩৫মিনিট
  1. 1

    চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে ১ঘন্টা

  2. 2

    এরপর হলুদ, নুন,ঘী ১টেবিল চামচ,১টা তেজপাতা, কয়েকটি গোটা গরম মশলা দিয়ে ভালো করে চাল টা মাখিয়ে রাখতে হবে আধঘন্টা।

  3. 3

    কাজুবাদাম কিশমিশ ভেজে তুলে রাখতে হবে

  4. 4

    এবার কড়াইতে সাদা তেল,২চামচ ঘী দিয়ে ১টা তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে চালটা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে।(ভালো করে ভাজলে পোলাও ঝরঝরে হবে)

  5. 5

    ভাজা হলে জল দিয়ে দিতে হবে। যতটা চাল তার দ্বিগুণ জল

  6. 6

    চাল ৮০% সেদ্ধ হয়ে এলে চিনি দিয়ে দিতে হবে। কিসমিস কাজুবাদাম দিয়ে হবে।

  7. 7

    চাল পুরোপুরি সেদ্ধ হয়ে জল শুকিয়ে এলে একটু নাড়াচাড়া করে গ্যাস অফ করে ঢাকা দিয়ে রাখতে হবে ১০-১৫মিনিট। ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিলেই ঝরঝরে বাসন্তী পোলাও রেডি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Tanushree Das Dhar
Siliguri West Bengal

Similar Recipes