"দম পোলাও"(Dom polao recipe in Bengali)

SOMA ADHIKARY
SOMA ADHIKARY @cook_25386916
দমদম, কলকাতা ৭০০০৯০

#ebook2
-জামাইষষ্ঠী
#চাল

আমার দিদার স্পেশাল এই পোলাও।এটা খেতে ভীষণ সুস্বাদু।এখন জামাইষষ্ঠীর দিন এই পোলাও জামাইদের না খাওয়াতে পারলে আমার মায়ের মন ভরেনা

"দম পোলাও"(Dom polao recipe in Bengali)

#ebook2
-জামাইষষ্ঠী
#চাল

আমার দিদার স্পেশাল এই পোলাও।এটা খেতে ভীষণ সুস্বাদু।এখন জামাইষষ্ঠীর দিন এই পোলাও জামাইদের না খাওয়াতে পারলে আমার মায়ের মন ভরেনা

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘন্টা
৩ জন
  1. ৫০০ গ্রাম গোবিন্দভোগ চাল
  2. ১৫০ গ্রাম ঘি
  3. ২৫০ গ্রাম চিনি
  4. ১ চা চামচ হলুদ
  5. ১ মুঠো কাজু
  6. মুঠো কিশমিশ
  7. ২ টেবিল চামচ আমন্ড
  8. ৪টে তেজপাতা
  9. ১/২ চা চামচ ছোট এলাচ গুঁড়ো
  10. ১/৪ চা চামচ দারচিনি গুঁড়ো
  11. ১/৪ চা চামচ লবঙ্গ গুঁড়ো
  12. ৪টে ছোট এলাচ(থেতো করা)
  13. ২ ইঞ্চি দারচিনি(থেঁতো করা)
  14. ৪ টে লবঙ্গ(থেঁতো করা)
  15. স্বাদ মতোনুন
  16. ১লিটার ঈষদুষ্ণ জল

রান্নার নির্দেশ সমূহ

১ঘন্টা
  1. 1

    প্রথমে চাল ভালো করে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে শুকিয়ে নিতে হবে

  2. 2

    এবার চালের সাথে ১০০ গ্রাম ঘি,চিনি,হলুদ,২ টো তেজপাতা,নুন, কাজু,কিশমিশ,আমন্ড,এলাচ দারচিনি ও লবঙ্গ গুঁড়ো দিয়ে সব একসাথে খুব ভালো করে মেখে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ২৫ মিনিট রেখে দিতে হবে

  3. 3

    ২৫ মিনিট পর কড়াই গরম করে তাতে বাকি ৫০গ্রাম ঘি দিয়ে গরম হলে তেজপাতা ও থেতো করা এলাচ দারচিনি লবঙ্গ ফোড়ন দিয়ে মেখে রাখা চাল দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে নাড়তে হবে

  4. 4

    এবার চালের মধ্যে জল ঢেলে দিয়ে নেড়ে ভালো করে চালে জলে মিশিয়ে ঢাকা দিয়ে গ্যাস সিমে দিয়ে রান্না করতে হবে

  5. 5

    ২৫ মিনিট পর ঢাকা তুলে আরও একবার ভালো করে নেড়েচেড়ে দিতে হবে।

  6. 6

    জল শুকিয়ে চাল ৯০% সেদ্ধ হয়ে গেলে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রাখতে হবে।৩মিনিট পরে ঢাকা তুলে আসতে আসতে নীচের ভাত গুলো ওপরে তুলতে হবে আর ওপরের ভাত গুলো নিচে দিয়ে আবার ঢাকা দিয়ে দিতে হবে। মিনিট ২ পর ঢাকা তুলে গরম গরম পছন্দের আমিষ-নিরামিষ পদের সাথে পরিবেশন করতে হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
SOMA ADHIKARY
SOMA ADHIKARY @cook_25386916
দমদম, কলকাতা ৭০০০৯০
এক গৃহবধূ।নিজে খেতে খুব একটা ভালোবাসিনা।কিন্তু নতুন নতুন রান্না করেসবাইকে খাওয়ানোর পরে তাদের মুখের হাসিটা দেখতে খুব ভালোবাসি।
আরও পড়ুন

Similar Recipes