তালের বড়া বা তাল ফুলুরি(Taaler bora ba taaler fuluri recipe in Bengali)

Nandita Mukherjee
Nandita Mukherjee @cook_nandita7

#চাল

বছরের স্বাদ!!আহা্ দারুণ টেস্টি.আমার এই রেসিপিতে আমি একটি টিপস্ সহ শেয়ার করলাম, তালের বড়া সকলেই করি কিন্তু অনেকেরই তালের বড়া শক্ত হয়ে যায় এমনটা শোনা যায় তাই তালের পাল্পের সাথে যদি ২-৩ টে পাকা কলা পেস্ট করে দেওয়া হয় তাহলে তালের বড়া নরম হয় ।

তালের বড়া বা তাল ফুলুরি(Taaler bora ba taaler fuluri recipe in Bengali)

#চাল

বছরের স্বাদ!!আহা্ দারুণ টেস্টি.আমার এই রেসিপিতে আমি একটি টিপস্ সহ শেয়ার করলাম, তালের বড়া সকলেই করি কিন্তু অনেকেরই তালের বড়া শক্ত হয়ে যায় এমনটা শোনা যায় তাই তালের পাল্পের সাথে যদি ২-৩ টে পাকা কলা পেস্ট করে দেওয়া হয় তাহলে তালের বড়া নরম হয় ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৬ জন
  1. ১ কাপ চিনি গুঁড়ো
  2. ৩ টে কলা পেস্ট
  3. ১ কাপ ময়দা
  4. ১ কাপ চাল গুঁড়ো
  5. ১/২ কাপ সুজি
  6. ১ কাপ নারকেল কোঁড়া
  7. ১ কাপ তালের পাল্প
  8. প্রয়োজন মতোসাদা বা সর্ষের তেল
  9. ১/৪ চা চামচ নুন( ঐচ্ছিক)

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    সব আগে চিনি টা গুঁড়ো করে নিতে হবে কলা খোসা ছাড়িয়ে টুকরো করে পেস্ট করে নিতে হবে.এবার একটা বড় বোলের ওপর বড় ছাঁকনা দিয়ে ময়দা সুজি চেলে নিতে হবে.এবার ওর মধ্যে চিনি গুঁড়ো,নারকেল কোঁড়া,তালের পাল্প আর কলার পেস্ট দিয়ে হাত দিয়ে খুব ভালো করে ফেটাতে হবে

  2. 2

    ব্যাটার যত ফেটানো হবে তালের বড়া তত ফ্লাফি হবে, সমস্ত কিছু মিশিয়ে ভালো ভাবে ফেটিয়ে নিয়ে ৩০ মিনিট ঢেকে রাখত ঐচ্ছিক।

  3. 3

    ৩০ মিনিট পর আবারোও একবার ফেটিয়ে নিয়ে গ্যাসে তেল বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেল ভালো গরম হলে ফ্লেম মিডিয়ামে রেখে বড়া গুলো ছাড়তে হবে এবং যখন বড়া তেলের ওপরে ভেসে উঠবে তখন হালকা হাতে উল্টে পাল্টে ৪/৫ মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে ভেজে তুলে নিলেই রেডি তালের বড়া বা ফুলুরি.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nandita Mukherjee
Nandita Mukherjee @cook_nandita7

Similar Recipes