ডেকাডেন্ট ওরিও চকলেট কেক (No Oven Decadent Oreo Chocolate Cake recipe in Bengali)

Mili DasMal
Mili DasMal @cook_24613507
Bilaspur(C.G)

#NoOvenBaking

বেবি র এবং আমার ভীষন পছন্দের ফ্লেভার চকলেট্ তাই মাস্টার সেফ্ নেহা র রেসিপি ফলো করে আমি একই পদ্ধতিতে ওরিও চকলেট্ কেক বানালাম।

ডেকাডেন্ট ওরিও চকলেট কেক (No Oven Decadent Oreo Chocolate Cake recipe in Bengali)

#NoOvenBaking

বেবি র এবং আমার ভীষন পছন্দের ফ্লেভার চকলেট্ তাই মাস্টার সেফ্ নেহা র রেসিপি ফলো করে আমি একই পদ্ধতিতে ওরিও চকলেট্ কেক বানালাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1ঘন্টা 30মিনিট।
2জন।
  1. 3 কাপআটা
  2. 2 চা চামচকোকো পাউডার
  3. 1/2 কাপপাউডার সুগার
  4. 1 চা চামচবেকিং পাউডার
  5. 1 চিমটি নুন
  6. পরিমাণমতো গলানো মাখন
  7. 100 গ্রামচকলেট্।
  8. 50 গ্রামফ্রেস ক্রীম
  9. 1/2 কাপওরিও বিস্কুট গুঁড়ো
  10. 2 চা চামচভিনিগার
  11. 1 চা চামচইনস্ট‍্যান্ট্ কফি পাউডার।

রান্নার নির্দেশ সমূহ

1ঘন্টা 30মিনিট।
  1. 1

    প্রথমে কড়ায় নুন দিয়ে একটি স্ট‍্যান্ড বসিয়ে একটি সিলভার প্লেট বসিয়ে প্রী হিট্ করে নেব 10মিনিট।

  2. 2

    নেক্সট্ স্টেপ কেক মোল্ড এ বাটার ব্রাস করে বেকিং পেপার সেট করে দেব।

  3. 3

    এরপর একটি মিক্সিং বোওল এর উপর একটি স্টেইনার রেখে এক এক করে সমস্ত পাউডার উপকরণ দিয়ে ছেঁকে নেব।

  4. 4

    3কাপ আটা,2 চা চামচ কোকোয়া পাউডার,1/2 কাপ পাউডার সুগার,1চা চামচ বেকিং পাউডার, 1/2কাপ ওরিও বিস্কুট ক্রাস্ড, ও 1পিন্চ নুন সমস্ত উপকরণ ভালোভাবে মিক্সড্ করে নেব।

  5. 5

    এরপর একটি বোওল এ 1কাপ জল,1চা চামচ ইনস্ট‍্যান্ট কফি পাউডার,2চা চামচ ভিনিগার,3চা চামচ রিফাইন্ড অয়েল ভালো করে মিক্সড্ করে নেব।

  6. 6

    এরপর ঐ পাতলা মিশ্রণ টি দিয়ে আটার মিশ্রণে মিক্সড্ করে ফাইন একটি ব‍্যাটার বানিয়ে নেব।

  7. 7

    এরপর কেক মোল্ড এ ব‍্যাটার টি দিয়ে ভালো ভাবে সেট করে নেব। উপরে বাবল্স থাকলে হাল্কা সামান্য ঠুকে সেট করে নেব। যাতে ভিতরে হাওয়া না থাকে ও সমান ভাবে চাড়িয়ে যায়।

  8. 8

    প্রি হিট করা কড়াতে ঢাকনা খুলে কেক মোল্ড টা বসিয়ে ঢাকনা দিয়ে দেব।

  9. 9

    অন‍্যদিকে একটি বোওল এ 100গ্রাম চকলেট্ ও 50গ্রাম হট ক্রীম একসঙ্গে মিক্সড্ করে ফ্রস্টেড ক্রীম বানিয়ে নেব।

  10. 10

    ক্রীম রেডি হয়ে গেলে 30মিনিট এর জন‍্য ফ্রিজ এ রেখে দেব।

  11. 11

    ও ক্রীম টিকে 2টি ভাগে ভাগ করে নেব।

  12. 12

    15মিনিট পর ঢাকনা খুলে চেক করবো কেক টা হলো কিনা- একটি টুথপিক্ দিয়ে কেক এর মাঝখানে বসিয়ে দেখে নেব টুথ পিক্ এ ভেতরে লেগে যাচ্ছে কিনা?

  13. 13

    না লাগলে কেক রেডি। এবার কড়া থেকে কেক মোল্ড বের করে 10মিনিট ঠাণ্ডা হতে দেব। ও একটি ছুড়ির সাহায্যে চারপাশ থেকে ছাড়িয়ে কেক মোল্ড থেকে বের করে উপরে মিল্ক ব্রাস করে নেব তাহলে সফ্ট হবে।

  14. 14

    কেক মোল্ড থেকে বের করে বেকিং পেপার সরিয়ে একটি মসলিন কাপড় ঢাকা দিয়ে রাখবো কেক যাতে ঠান্ডা হয়।

  15. 15

    কেক ঠাণ্ডা হলে ফ্রিজ এ রাখা ফ্রস্টিং এর জন‍্য ক্রীম কেক এর উপর স্প্রেড্ করে নেব।

  16. 16

    অন‍্য আর একটি ক্রীম বিটার এ বিট করে নেব।

  17. 17

    এরপর প্রথমে কেক এর উপর ও চার সাইডে গার্নাস (ক্রীম)স্প্রেড করে নেব। তারপর লেয়ার টাইপ হয়ে গেলে উপরে ফ্রস্টিং ক্রীম দিয়ে চার কোনে 4টি ওরিও বিস্কুট দিয়ে ডেকরের্ট করে নেব।

  18. 18

    ও মাঝখানে ক্রীম দিয়ে কিছু ক্রাস্ড করা চকলেট্ ও একটি ওরিও বিস্কুট দিয়ে ডেকরের্ট করবো।

  19. 19

    ফাইনাল লুকের জন‍্য উপর থেকে কোকোয়া পাউডার দিয়ে টার্চ আপ করে নিয়ে রেডি আমার ওরিও চকলেট্ কেক।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mili DasMal
Mili DasMal @cook_24613507
Bilaspur(C.G)
Love Cooking 😍❤
আরও পড়ুন

Similar Recipes