কাতলা দো পেঁয়াজা(katla do peyaja recipe in Bengali)

Anushree Das Biswas
Anushree Das Biswas @cook_0107

#মাছের রেসিপি
#ebook2
সামান্য কিছু উপকরণ দিয়ে সহজেই করে ফেলা যায় এই রান্নাটি।

কাতলা দো পেঁয়াজা(katla do peyaja recipe in Bengali)

#মাছের রেসিপি
#ebook2
সামান্য কিছু উপকরণ দিয়ে সহজেই করে ফেলা যায় এই রান্নাটি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৪ টুকরো বড় কাতলা মাছ
  2. ১/২ টম্যাটো কুচি
  3. ১ছোট পেঁয়াজ কুচি
  4. ২-৩চা চামচ পেঁয়াজ বাটা
  5. ১চা চামচ আদা-রসুন বাটা
  6. ১.৫চা চামচকাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  7. ১চা চামচ হলুদ গুঁড়ো
  8. স্বাদ মতোনুন
  9. ১/২চা চামচ চিনি
  10. ১/৪চা চামচ ভিনিগার
  11. ১ চা চামচকাঁচালঙ্কা
  12. ১/৪চা চামচ গোলমরিচ গুঁড়ো
  13. ১/২চা চামচ গরম মশলা গুঁড়ো
  14. প্রয়োজন অনুযায়ীসর্ষের তেল রান্নার জন্য
  15. ১চা চামচ ঘি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    মাছে নুন,হলুদ মাখিয়ে ভেজে তুলতে হবে।এবার ওই তেলে ১চা চামচ ঘি দিতে হবে।গরম হলে পেঁয়াজ দিতে হবে।পেঁয়াজের ওপর চিনি দিয়ে ভাজতে হবে।লাল হয়ে এলে তুলে রাখতে হবে।

  2. 2

    আবার কড়াইয়ে, লাগলে তেল দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে কষাতে হবে।এর ওপর আদা রসুন বাটা দিতে হবে।কাঁচা গন্ধ চলে গেলে হলুদ,লঙ্কা গুঁড়ো দিয়ে কষতে হবে।টম্যাটো ও নুন দিয়ে বেশকিছুক্ষণ নেড়ে ভিনিগার দিয়ে ‌১-২ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে।এবার আন্দাজমত জল দিতে হবে। বেটে উঠলে মাছ দিয়ে আর ও একটু ফুটিয়ে গোলমরিচ ও গরম মশলা গুঁড়ো দিয়ে গ্যস ওফ করতে হবে।কাঁচালঙ্কা চেরা ও ভাজা পেঁয়াজ ছড়িয়ে ঢাকা দিয়ে ২মিনিট রাখতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Anushree Das Biswas

Similar Recipes