গন্ধরাজ চিকেন ফ্রাই(gandhoraj chicken fry recipe in Bengali)

Sweta Das
Sweta Das @cook_19294114

#ভাজার রেসিপি

গন্ধরাজ চিকেন ফ্রাই(gandhoraj chicken fry recipe in Bengali)

#ভাজার রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘন্টা ম্যারিন
4 জন
  1. 200 গ্রাম বোনলেস চিকেন ছোট ছোট পিস।
  2. 1টা বড়গন্ধরাজ লেবুর রস ও সামান্য জেস্ট
  3. 3 টে/ স্বাদ মতকাঁচালঙ্কা বাটা
  4. 1টেবিল চামচআদা রসুন বাটা
  5. 1 টেবিল চামচমরিচ গুঁড়ো
  6. 2 টোডিম
  7. 2 টেবিল চামচকর্নফ্লাওয়ার
  8. স্বাদ মতোনুন
  9. পরিমাণ মতোসাদা তেল ভাজার জন্য
  10. স্বাদমতোলঙ্কার গুঁড়ো(ঐচ্ছিক)
  11. 1 চিমটিখাবার সোডা

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্টা ম্যারিন
  1. 1

    প্রথমে চিকেনের পিস গুলো আদা রসুন বাটা, কাঁচালঙ্কা বাটা, মরিচ গুঁড়ো, নুন ও লেবুর রস, লেবুর জেস্ট এবং গুঁড়ো লঙ্কা(অপশনাল) দিয়ে ভালো করে মেখে 1 ঘন্টা রাখতে হবে।

  2. 2

    একটা পাত্রে দুটো ডিম ফেটিয়ে ওর মধ্যে নুন, মরিচ গুঁড়ো আর কর্নফ্লাওয়ার আর খাবার সোডা ভালো করে মিশিয়ে থকথকে একটা ব্যাটার বানাতে হবে।

  3. 3

    1 ঘন্টা পর কড়াই তে ভালো করে তেল গরম করে নিয়ে চিকেনর পিস গুলো ভালো করে ভেজে নিতে হবে।

  4. 4

    ওপর থেকে লেবুর রস, নুন দিয়ে গরম পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sweta Das
Sweta Das @cook_19294114

Similar Recipes