কাতলার রকমারি (katlar rokomari recipe in Bengali)

Sutapa Chakraborty
Sutapa Chakraborty @cook_19287221

#ebook2
#জামাইষষ্ঠী
#মাছের রেসিপি
মাছে- ভাতে বাঙালির পাতে কাতলার যেন নিত্য-যাতায়াত😋😇তাকে নিয়েই আজ একটি পদ 'কাতলার রকমারি',যেমন দেখতে সুন্দর তেমন খেতেও।তবে চলো তৈরি করা যাক....😊

কাতলার রকমারি (katlar rokomari recipe in Bengali)

#ebook2
#জামাইষষ্ঠী
#মাছের রেসিপি
মাছে- ভাতে বাঙালির পাতে কাতলার যেন নিত্য-যাতায়াত😋😇তাকে নিয়েই আজ একটি পদ 'কাতলার রকমারি',যেমন দেখতে সুন্দর তেমন খেতেও।তবে চলো তৈরি করা যাক....😊

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০মিনিট
৮-১০জন
  1. ১০পিস কাতলা মাছ(ভালো গাদা-পেটির অংশ)
  2. ১টি বড় আলুর কিউব করে কাটা ছোট টুকরো
  3. ১টি বড় পেঁয়াজ কুচি
  4. ১টি মাঝারি টমেটো কুচি
  5. ১চা চামচ রসুন-কাঁচালঙ্কা বাটা(ঝাল ইচছানুযায়ী)
  6. ১টেবিলচামচ আদা-জিরে-ধনে গুঁড়ো
  7. ২টেবিলচামচ টকদই ও পোস্ত বাটা
  8. ১চা চামচ চিনি
  9. ১/৪ চা চামচগরম মশলার গুঁড়ো
  10. স্বাদ অনুযায়ীনুন
  11. ১/২চা চামচ হলুদ গুঁড়ো
  12. প্রয়োজন মতজল
  13. পরিমাণ মতসর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

৪০মিনিট
  1. 1

    মাছের পিসগুলো নুন-হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে।ঐ তেলেই এবারে ভেজে নিতে হবে কিউব করে কাটা আলুর ছোট টুকরোগুলো।

  2. 2

    পরিমান মতো তেল কড়াই এ রেখে জিরে ফোড়ন দিতে হবে।গন্ধ বেরোলে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিতে হবে হালকা লাল করে।টমেটো-রসুন-কাঁচালঙ্কার পেস্ট দিয়ে ভেজে নিতে হবে সেটাও।গ্যাস থাকবে সিমে।

  3. 3

    আদা-জিরে-ধনে গুঁড়োরও একটা পেস্ট বানিয়ে সেটা দিতে হবে এবার।আলুও দিয়ে দেব এর মধ্যে।গ্যাসের পাওয়ার সামান্য বাড়িয়ে কষিয়ে নিতে হবে মশলা।

  4. 4

    গ্যাসের পাওয়ার কমিয়ে সামান্য জল, নুন ও হলুদ দিয়ে ঢেকে দিতে হবে কড়াই আলু ও পেঁয়াজ সেদ্ধ হওয়া পর্যন্ত।কিছুক্ষণ পর ঢাকা খুলে ভেতরের জল শুকিয়ে এলে ও পেঁয়াজ গলে গেলে গ্যাসের পাওয়ার বাড়িয়ে ফাইনালি কষিয়ে নিয়ে দুই টেবিলচামচ টক দই ও পোস্ত বাটার কিছুটা দিয়ে দেব এর মধ্যে।এই পোস্ত কিন্তু হাফ বাটা থাকবে এই সময়।

  5. 5

    একটু নাড়াচাড়া করার পরই বাকি দই ও পোস্তর একটা মসৃন পেস্ট বানিয়ে সেটা দিয়েও কষিয়ে নেব সমগ্র মশলা।

  6. 6

    মাছের পিস ডোবা জল দিয়ে, নুন টেস্ট করে মাছগুলো ছেড়ে দেওয়া হবে এবারে।ঝোল ফুটে উঠলে সামান্য গরম মশলার গুঁড়ো ও এক চামচ চিনি দিয়ে ফুটতে দিতে হবে ভালো করে এই মাছ।

  7. 7

    ঝোল কমে যখন গা মাখা-মাখা হয়ে আসবে তখন গ্যাস অফ করে ঢেকে রাখতে হবে পাঁচ মিনিট।এরপর ঢাকা খুললেই পেয়ে যাব আমরা আমাদের সাধের কাতলার রকমারি।ভাতের সাথে সার্ভ করবো গরম গরম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sutapa Chakraborty
Sutapa Chakraborty @cook_19287221

Similar Recipes