মছলি কাটলেট(machhli cutlet recipe in bengali)

Lina Mandal
Lina Mandal @cook_16454668

#ভাজার রেসিপি।

মছলি কাটলেট(machhli cutlet recipe in bengali)

#ভাজার রেসিপি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

25 মিনিট।
4 জন।
  1. 2 টুকরোকাটা পেটি মাছ
  2. 1 কাপ (বড়)বড় সাদা তেল
  3. 1 টিআলু সেদ্ধ
  4. 2 চা চামচধনেপাতা কুচি
  5. 1 টিছোট পেঁয়াজ কুচি
  6. 2 চা চামচক্যাপ্সিকাম কুচি
  7. 2 টিকাঁচা লঙ্কা কুচি
  8. 1/2 চা চামচপেঁয়াজ বাটা
  9. 1/4 চা চামচরসুন বাটা
  10. 1/4 চা চামচআদা বাটা
  11. 1/4চা চামচ জিরে গুঁড়ো
  12. 1 চা চামচসাদা তিল
  13. 1/4 চা চামচলঙ্কা গুঁড়ো
  14. 2 চা চামচকাঁচা আমের টুকরো
  15. ব্যাটার তৈরির জন্য
  16. 1 টিডিম
  17. 2টেবিল চামচ বেসন
  18. 1/4চা চামচজোয়ান
  19. 1 চা চামচকর্নফ্লাওয়ার
  20. 1/2 চা চামচখুব মিহি করে কাটা ধনেপাতা কুচি।
  21. স্বাদ মতোনুন,চিনি,
  22. 1/4 চা চামচহলুদ গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

25 মিনিট।
  1. 1

    মাছঅল্প ভাপিয়ে কাটা ছাড়িয়ে,আলুসিদ্ধ করে নিলাম। মোটামুটি উপকরণ হাতের কাছে গুছিয়ে নিলাম।আলু মাছ একসঙ্গে চটকে মেখে নিলাম।কড়াইয়ে 2 চা চামচ তেল গরম করে পেঁয়াজ আর ক্যাপ্সিকাম ভেজে আমের টুকরো দিয়ে নুন দিলাম। পেঁয়াজ, আদা,রসুন বাটা,লঙ্কা গুঁড়ো দিয়ে কষে আম গুলোএকটু সেদ্ধ হলে চটকানো আলু মাছ দিয়ে নেড়ে চেড়ে, ধনেপাতা দিয়ে মিশিয়ে নিলাম।

  2. 2

    এবার অন্য একটি পাত্রে ডিম,ব্যাসন,জোয়ান,নুন,মিষ্টি,একটু খাবার সোডা,লঙ্কা গুঁড়ো কর্নফ্লাওয়ার,ধনেপাতা কুচি দিয়ে ব্যাটার বানিয়ে নিলাম।

  3. 3

    এবার মিক্সড পুর থেকে মাছের আকারে গড়ে স্টিক দিয়ে সবগুলো গড়ে তিল মাখিয়ে নিলাম।ব্যাটারে ডুবিয়ে ডুবো তেলে অল্প আঁচে ভেজে নিলাম। সস দিয়ে গরম গরম পরিবেশন করলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Lina Mandal
Lina Mandal @cook_16454668

Similar Recipes