করিয়েনডার লিভস চিকেন ফ্রাই।(coriander leaves chicken fry recipe in bengali)

Lina Mandal
Lina Mandal @cook_16454668

#ভাজা রেসিপি
এটি খুব টেস্টি সুস্বাদু । সন্ধ্যায় হালকা টিপিন বা সাদা ভাতের সঙ্গে দারুন জমাটি একটি রেসিপি।

করিয়েনডার লিভস চিকেন ফ্রাই।(coriander leaves chicken fry recipe in bengali)

#ভাজা রেসিপি
এটি খুব টেস্টি সুস্বাদু । সন্ধ্যায় হালকা টিপিন বা সাদা ভাতের সঙ্গে দারুন জমাটি একটি রেসিপি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট মত।
2জন।
  1. 4 পিসচিকেন
  2. 1/2 ছোট কাপসাদা তেল
  3. 2 টিমাঝারি পেঁয়াজ
  4. 4 টিকাঁচা লঙ্কা
  5. 8 কোয়ারসুন
  6. 1 ইঞ্চিআদা
  7. 1 চা চামচসোয়া সস
  8. 1 চা চামচভিনিগার
  9. 2 চা চামচধনেপাতা কুচি
  10. 2 চা চামচক্যাপ্সিকাম কাটা
  11. 2 চা চামচটমেটো সস
  12. 1/3 চা চামচগোলমরিচ গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট মত।
  1. 1

    চিকেন ধুয়ে চিকেন গুলো একটু চিড়ে নিন।নুন ভিনিগার মাখিয়ে নিন। আদা,রসুন একটা পেঁয়াজ কেটে ধনেপাতা কাঁচা লঙ্কা সমেত মিক্সিতে পিষে নিয়ে পেস্ট টা চিকেনে মাখিয়ে নিন,সয়াসস,গোলমরিচ মেখে ঘন্টা দুয়েক ঢেকে রাখুন।

  2. 2

    কড়াইয়ে তেল গরম হলে এবার চিকেনে একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে তেলে অল্প আঁচে ধীরে ধীরে ঢাকা দিয়ে ফ্রাই করুন।

  3. 3

    ভাজা হয়ে এলে একটা পেঁয়াজ কাটা আর ক্যাপ্সিকাম,দুটো কাঁচা লঙ্কা নুন মাখিয়ে ওতেই দিয়ে ঢাকা দিয়ে ফ্রাই করুন।

  4. 4

    শেষে চিকেন মাখা বাকি পেস্ট আর টমেটো সস এবং সামান্য এক চিমটি মত চিনি দিয়ে নেড়ে চেড়ে গরম গরম পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Lina Mandal
Lina Mandal @cook_16454668

Similar Recipes