ভাপা-ইলিশ(Bhapa-illish recipe in Bengali)

Sutapa Chakraborty
Sutapa Chakraborty @cook_19287221

#ebook2
#জামাইষষ্ঠী
বহু আকাঙ্ক্ষিত ইলিশকে যখন সারভিং প্লেটে উঁকি মারতে দেখা যায় তখন আপনা হতেই হৃদয় যেন নেচে ওঠে মহা সুখে।ইলিশের স্বাদ অন্য কিছুর পরিবর্ত হতেই পারে না।ইলিশ শুধু ইলিশ ই তার সাথে তুল্য।জামাইয়ের পাতে এ হেন ইলিশ পৌঁছে দিতে শ্বশুরের চেষ্টার কোনো ত্রুটি থাকে না।জামাইয়ের জন্য থাকলো ভাপা ইলিশ।

ভাপা-ইলিশ(Bhapa-illish recipe in Bengali)

#ebook2
#জামাইষষ্ঠী
বহু আকাঙ্ক্ষিত ইলিশকে যখন সারভিং প্লেটে উঁকি মারতে দেখা যায় তখন আপনা হতেই হৃদয় যেন নেচে ওঠে মহা সুখে।ইলিশের স্বাদ অন্য কিছুর পরিবর্ত হতেই পারে না।ইলিশ শুধু ইলিশ ই তার সাথে তুল্য।জামাইয়ের পাতে এ হেন ইলিশ পৌঁছে দিতে শ্বশুরের চেষ্টার কোনো ত্রুটি থাকে না।জামাইয়ের জন্য থাকলো ভাপা ইলিশ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫মিনিট
৬জন
  1. মাছ মাখিয়ে রাখা:-
  2. ৭ টুকরো ইলিশ মাছ
  3. স্বাদ অনুযায়ী নুন
  4. ১/২ চা চামচহলুদ গুঁড়ো
  5. পরিমাণ মতো সর্ষের তেল
  6. মশলার মিশ্রণ:-
  7. ৩ চা চামচ কালো সর্ষে
  8. ৩চা চামচ সাদা সর্ষে
  9. ১০টি কাঁচালঙ্কা(৬টি সর্ষে বাটার মধ্যে+৪টি চেরা)
  10. ৪ টেবিল চামচ টকদই
  11. ১/৪চা চামচ হলুদ গুঁড়ো
  12. ১/৩চা চামচ লাল লঙ্কার গুঁড়ো
  13. ২টেবিল চামচ নারকেল কোরা
  14. প্রয়োজন অনুযায়ী সর্ষের তেল
  15. স্বাদ অনুযায়ী নুন

রান্নার নির্দেশ সমূহ

৪৫মিনিট
  1. 1

    ইলিশের পিসগুলো নুন-হলুদ-সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখতে হবে ৩০মিনিটস।নুন দিতে হবে এই মাছ ক'টার মতোই, হলুদ এক পিঞ্চ, সর্ষের তেল দুই পলা।

  2. 2

    সাদা ও কালো সর্ষে বেটে নিতে হবে ছ'টা কাঁচালঙ্কার সঙ্গে(ঝাল কম ছিল লঙ্কায়)।টকদই ফেটিয়ে নিতে হবে ভালো করে।একটি বড় টিফিনবক্স দুই পলা সর্ষের তেল দিয়ে ব্রাশ করে রাখতে হবে আগেই।

  3. 3

    কড়াই বসিয়ে দিতে হবে গ্যাসে বেশ কিছুটা জল দিয়ে।

  4. 4

    এদিকে ফেটানো টকদই এর মধ্যে সর্ষে বাটা,নুন,এক পিঞ্চ হলুদ ও লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিতে হবে খুব ভালো করে।মানে আবারও একটু ফেটিয়ে নিতে হবে।এক-একটা ইলিশ মাছের পিস এই মিশ্রণে চুবিয়ে তেল ব্রাশ করা টিফিন বক্সের মধ্যে পরপর সাজিয়ে রাখতে হবে।

  5. 5

    শেষে উপর দিয়ে বাকি মশলাটার মিশ্রণ ঢেলে দিতে হবে।সর্ষের তেল দিতে হবে আরও দুই পলা,তার উপরে কোড়ানো নারকেল ও চারটে চেরা কাঁচালঙ্কা ছড়িয়ে টিফিনবক্সের মুখ ঢাকনা দিয়ে এঁটে দিতে হবে।

  6. 6

    ইতিমধ্যে গ্যাসে বসানো জল ফুটে উঠলে আঁচ কমিয়ে একটা স্টিলের স্ট্যান্ড বসিয়ে তার উপরে এই টিফিনবক্স বসিয়ে দিতে হবে ও উপর দিয়ে একটা ঢাকাচাপা দিতে হবে।

  7. 7

    এবারে ভাপে হবে মাছ।৩০মিনিট পরে গ্যাস অফ করে দিয়ে ঐভাবে ঢাকা দিয়ে রাখতে হবে আরও ৫-১০মিনিট।তারপর ঢাকা সরিয়ে টিফিনবক্সের মুখ খুললেই পেয়ে যাব এই সুস্বাদু ভাপা-ইলিশ যা স্বাদে-গন্ধে অতুলনীয়।ভাতের সঙ্গে পরিবেশিত হবে এই ইলিশ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sutapa Chakraborty
Sutapa Chakraborty @cook_19287221

Similar Recipes