কাতলা মাছের ঝুরো(Katla Machher Jhuro recipe in Bengali)

Keya Mandal
Keya Mandal @cook_25675397
Chinsurah, Hooghly

#দৈনন্দিন রেসিপি

কাতলা মাছের ঝুরো(Katla Machher Jhuro recipe in Bengali)

#দৈনন্দিন রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45 মিনিট
4 জন
  1. 250 গ্রামকাতলা মাছ
  2. 1 টিআলু টুকরো করে কাটা (dice)
  3. 2 টিপেঁয়াজ কুচনো
  4. 1টেবিল চামচ আদা,রসুন ও কাঁচা লঙ্কা বাটা
  5. 1/2 কাপধনেপাতা
  6. 1 চা চামচগরম মসলা গুরো
  7. 1/2 চা চামচধনে আধভাঙা
  8. 1/2 চা চামচজিরে
  9. 1 চা চামচলঙ্কা গুঁড়ো
  10. 1 চা চামচহলুদ
  11. 1টেবিল চামচ টমেটো কেচাপ
  12. 1 টাটমেটো টুকরো করে কাটা
  13. প্রয়োজন অনুযায়ীরান্নার জন্য সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

45 মিনিট
  1. 1

    মাছ ভালো করে ধুয়ে নিয়ে, হলুদ মাখিয়ে হালকা ভেজে নিয়ে ছাল ও কাঁটা আলাদা করে নিতে হবে।

  2. 2

    একটি কড়াইতে তেল দিয়ে আলু ভেজে নিতে হবে। এই তেলেই আধভাঙা ধনে ও জিরে ফোরণ দিতে পেঁয়াজ ভাজতে হবে। পেঁয়াজ সোনালী রং হয়ে এলে তাতে আদা, রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করতে হবে।

  3. 3

    এরপর মাছ ভাজা, নুন, মিষ্টি দিয়ে কষতে হবে।এবার এতে আলু, কেচাপ, টমেটো কুচানো দিয়ে কষতে হবে। উপর থেকে গরম মশলা ও ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিতে হবে। ডাল ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Keya Mandal
Keya Mandal @cook_25675397
Chinsurah, Hooghly

Similar Recipes