আলুর কোফতা কারি( aloo kofta curry

Peeyaly Dutta
Peeyaly Dutta @cook_16046443

#দৈনন্দিন রেসিপি
দৈনন্দিন কি রান্না করবো সেই নিয়ে আমরা সবাই চিন্তায় থাকি। আলু আমাদের সকলের বাড়িতে সব সময় থাকে তাই আলু দিয়ে একটা নিত্য নতুন রেসিপি বানিয়েছে ।এটা খেতে খুব টেস্টি হয়।

আলুর কোফতা কারি( aloo kofta curry

#দৈনন্দিন রেসিপি
দৈনন্দিন কি রান্না করবো সেই নিয়ে আমরা সবাই চিন্তায় থাকি। আলু আমাদের সকলের বাড়িতে সব সময় থাকে তাই আলু দিয়ে একটা নিত্য নতুন রেসিপি বানিয়েছে ।এটা খেতে খুব টেস্টি হয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪জন
  1. 1 বাটিআলু সেদ্ধ
  2. 1 টা পেঁয়াজ মিহি করে কুচি
  3. 1চা চামচআদা রসুন বাটা
  4. 1 চামচজিরা গুঁড়ো
  5. 1 চামচধনে গুঁড়ো
  6. 1 চামচলঙ্কার গুঁড়ো
  7. পরিমাণ মতোকর্ণ ফ্লাওয়ার
  8. স্বাদমতোনুন চিনি
  9. পরিমাণ মতোসস
  10. পরিমাণ মতোসর্ষের তেল
  11. 1/2 চা চামচগরম মশলা গুঁড়ো
  12. 1 টেবিল চামচকাজু বাদাম বাটা
  13. প্রয়োজন অনুযায়ীফোঁড়নের জন্য তেজপাতা, দারচিনি,এলাচ

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    সব উপাদান এক জায়গায় গুছিয়ে নিলাম

  2. 2

    একটা বাটিতে আলু সেদ্ধ ভালো করে মেখে নিতে হবে ।মাখা হয়ে গেলে এর মধ্যে নুন, কনফ্লাওয়ার, গরম মসলার গুঁড়ো,লঙ্কাগুঁড়ো, দিয়ে আরও কিছুক্ষণ ভাল করে মেখে নিতে হবে

  3. 3

    এবার এই আলু মাখা টা থেকে ছোট ছোট বলের মত বানিয়ে নিতে হবে ।

  4. 4

    এবার কড়াইতে সরষের তেল গরম করে এই বল গুলো লাল করে ভেজে নিতে হবে ।

  5. 5

    ওই তেলে তেজপাতা,দারচিনি,এলাচ ফরণ দিতে পেয়াজ পেঁয়াজ কুচি দিয়ে ভাল করে ভাজতে হবে। পেঁয়াজ ভাল করে ভাজা হলে এর মধ্যে আদা বাটা রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ কষাতে হবে।

  6. 6

    এবারের মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কাগুঁড়ো,জিড়ে গুঁড়ো,ধনে গুঁড়ো,ও টমেটো পিউরি এড করে দিতে হবে।আরও কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে কাজু বাদাম বাটা দিয়ে দিতে হবে মসলা থেকে তেল ছেড়ে এলে একটু গরম জল দিয়ে দিতে হবে।

  7. 7

    পরিমাণমতো নুন দিতে হবে ।জলটা ফুটে উঠলে গ্রভি ঘন হয়ে এলে বল গুলো দিয়ে একটু ফুটিয়ে গরম মসলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিতে হবে।

  8. 8

    নামিয়ে সুন্দর করে সাজিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন আলুর কোপ্তা কারি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Peeyaly Dutta
Peeyaly Dutta @cook_16046443

Similar Recipes