ছানার কোফতা কারি (Chhanar Kofta Curry recipe in bengali)

Tanmana Dasgupta Deb
Tanmana Dasgupta Deb @Tanmana
Guwahati

জিভে জল আনা একটি নিরামিষ খাবার ছানার কোফতা কারি। স্বাদে গন্ধে অপূর্ব।
#ebook06
#week12

ছানার কোফতা কারি (Chhanar Kofta Curry recipe in bengali)

জিভে জল আনা একটি নিরামিষ খাবার ছানার কোফতা কারি। স্বাদে গন্ধে অপূর্ব।
#ebook06
#week12

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
৪জন
  1. ছানার কোফতা বানানোর জন্য উপকরণ:
  2. ১কাপ ছানা
  3. ১টেবিল চামচ ময়দা
  4. ১টি সেদ্ধ আলু
  5. ১চা চামচ চালের গুঁড়ো
  6. স্বাদমতোনুন
  7. ১চা চামচ লাল লঙ্কার গুঁড়ো
  8. ১চা চামচ জিরে গুঁড়ো
  9. ১চা চামচ মৌরি গুঁড়ো
  10. ১/২চা চামচ হলুদ গুঁড়ো
  11. ১/২চা চামচ গরম মশলা গুঁড়ো
  12. পরিমাণ মতো তেল ভাজার জন্য রিফাইন্ড
  13. কোফতা কারি বানানোর জন্য উপকরণ:
  14. ১/২চা চামচ হলুদ গুঁড়ো
  15. ১চা চামচ আদা বাটা
  16. ১চা চামচ জিরে গুঁড়ো
  17. ১চা চামচ মৌরি গুঁড়ো
  18. ১/২চা চামচ ধনে গুঁড়ো
  19. ১চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  20. ১চা চামচ কাঁচা লঙ্কা বাটা
  21. ২চা চামচ পোস্তদানা বাটা
  22. পরিমাণ মতোসরষের তেল
  23. ১টি তেজপাতা
  24. ১ টুকরো দারচিনি
  25. পরিমাণ মত২টো এলাচ,২টো লবঙ্গ
  26. ১চিমটি গোটা জিরে
  27. স্বাদ মতো নুন
  28. ১/২চা চামচ চিনি
  29. ১চা চামচ গরম মশলা গুঁড়ো
  30. ১চা চামচ ঘি

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    প্রথমেই একটি বাটিতে কোফতা কারি বানানোর সমস্ত শুকনো মশলার গুঁড়ো অল্প জলে ভিজিয়ে রাখি।

  2. 2

    এবার একটি বাটিতে এক কাপ ছানা, একটি সেদ্ধ আলু, নুন পরিমাণমতো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, মৌরি গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ময়দা ও চালের গুঁড়ো এক সাথে ভালো করে মেখে নেই। ছোট ছোট চ্যাপটা বল বানিয়ে গরম তেলে সোনালী করে ভেজে তুলি।

  3. 3

    এখন কড়াইতে সরষের তেল পরিমাণমতো দিয়ে এতে একটি তেজপাতা, দারচিনি, এলাচ, লং, গোটা জিরে ফোরন দেই।

  4. 4

    এবার আগে থেকে ভেজানো শুকনো সব মশলা ও কাঁচা লঙ্কা বাটা ঢেলে দেই ও ভালো করে ৫মিনিটের মতো কম আঁচে সাতলে নেই। এখন এতে পোস্ত বাটা ও চিনি দিয়ে ভালো করে আরও দুই তিন মিনিট নাড়াচাড়া করি।

  5. 5

    এখন ঐ ভাজা মশলায় গরম জল দেই ও একটু সময় কম আঁচে ঝোল ফুটতে দেই।

  6. 6

    এবার এতে ছানার কোফতা গুলো এক এক করে দিয়ে দেই। দু মিনিট রেখে এতে গরম মশলা ও ঘি দিয়ে নামিয়ে নেই। হয়ে গেল ছানার কোফতা কারি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Tanmana Dasgupta Deb
Guwahati

Similar Recipes