এগরোল (Egg roll recipe in Bengali)

Sampa Nath
Sampa Nath @SR93

এগরোল (Egg roll recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১কাপ ময়দা
  2. ২টো ডিম
  3. ১টা পেঁয়াজ
  4. ১/২শসা
  5. ১টা কাঁচা লঙ্কা
  6. স্বাদ মত লবণ
  7. ২চা চামচ টমেটো সস
  8. ১চা চামচ কাসুন্দি
  9. ১টেবিল চামচ ভাজা চীনাবাদাম
  10. পরিমান মত সাদা তেল
  11. 2 টুকরোসাদা কাগজ

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    ময়দা তে ২চা চামচ সাদা তেল ও অল্প লবণ ময়ান দিয়ে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। পেঁয়াজ ও শসা কুচি করে কেটে নিন সামান্য লবণ ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে মেখে নিতে হবে।

  2. 2

    মাখা ময়দা ঢাকা দিয়ে ১০মিনিট রেখে দিয়ে তার পরে ওর থেকে বড় করে লেচি কেটে নিতে হবে। এবার লেচি গোল করে বেলে নিতে হবে।তাওয়া গরম করে পরোটা ভেজে তুলে রাখতে হবে। এবার একটা বাটিতে ১টা ডিম ভেঙে ওর মধ্যে সামান্য লবণ দিয়ে ফেটিয়ে নিতে হবে। তাওয়া তে অল্প তেল দিয়ে ডিম দিয়ে দিতে হবে গোল করে।ওর উপরে পরোটা দিয়ে উল্টিয়ে দিতে হবে।

  3. 3

    পরোটা তাওয়া থেকে নামিয়ে একটা থালাতে রাখতে হবে। ডিমের সাইড উপরে থাকবে। এবার ডিমের উপর একে একে পেঁয়াজ মাখা, বাদাম, টমেটো সস ও কাসুন্দি দিয়ে পরোটা রোল করে নিয়ে কাগজ মুড়িয়ে দিতে হবে। গরমা গরম রোল খাওয়ার জন্য রেডি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sampa Nath

Similar Recipes