আমসত্ত সুজির ক্ষীর সন্দেশ (Amsatto sujir khir sandesh recipe in bengali)

Sayantika Sadhukhan
Sayantika Sadhukhan @Sayantika

#dd
ভীষণ লোভনীয় সুস্বাদু খুব কম উপকরনে আমি তৈরী করেছি এই সন্দেশ। যেকোনো উৎসব অনুষ্ঠান ও পূজোতে ঘরে থাকা উপাদান দিয়ে এই মিষ্টি সন্দেশ তৈরি করেছি।

আমসত্ত সুজির ক্ষীর সন্দেশ (Amsatto sujir khir sandesh recipe in bengali)

#dd
ভীষণ লোভনীয় সুস্বাদু খুব কম উপকরনে আমি তৈরী করেছি এই সন্দেশ। যেকোনো উৎসব অনুষ্ঠান ও পূজোতে ঘরে থাকা উপাদান দিয়ে এই মিষ্টি সন্দেশ তৈরি করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
৪ জন
  1. ১ কাপ সুজি
  2. ১ /২ কাপ চিনি
  3. ১ /২ কাপ বাতাসা
  4. ১ লিটার দুধ
  5. ৬ টা কিসমিস
  6. ১ /২ কাপ গুঁড়ো দুধ
  7. ১ /২ চা চামচ এলাচ গুঁড়ো
  8. ৮ টা কাজু ছোটো করে কাটা
  9. ১ ০০ গ্রাম আমসত্ত্ব
  10. ১ টেবিল চামচ ঘি
  11. প্রয়োজন মতসাজানোর জন্য শুকনো গোলাপ

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    প্রথমে কড়াইতে ঘি দিয়ে সুজি টাকে একটু নেড়ে তাতে অল্প দুধ চিনি এলাচ গুঁড়ো দিয়ে টাইট করে পাক দিয়ে নেব। চিনি গলে গেলে সুজির মন্ড তৈরি করে নেব।

  2. 2

    এরপর একটা থালা তে অল্প ঘি মাখিয়ে তাতে সুজির মন্ড টাকে ভালো ভাবে চটকে নেব যেন দলা না থাকে।

  3. 3

    সুজির মন্ডটি থালাতে চৌকৌ আকার দিয়ে ঠান্ডা হতে দেব।

  4. 4

    এবার আবার গ্যাস জ্বালিয়ে কড়াইতে দুধ ঘন হতে দেব একটু ঘন হলেই তাতে বাতাসা এলাচ গুঁড়ো ও ঘি দিয়ে ক্ষীর বানিয়ে নেব ।

  5. 5

    এরপর চৌকৌ আকারের সুজির উপর একটা একটা করে পাতলা পাতলা করে কাটা আমসত্ত সাজিয়ে নেব ওপর থেকে কাজু টুকরো ছড়িয়ে দেব ।

  6. 6

    এই ভাবে সাজানোর পর উপর থেকে ক্ষীর ভালো ভাবে ঢেলে দেব। আর ছোটো ছোটো আমসত্ত্ব টুকরো সাজিয়ে ফ্রিজে ঠান্ডা হতে দেব।

  7. 7

    ঠান্ডা হয়ে জমে গেলেই সন্দেশের আকারে কেটে নিলেই তৈরী সুস্বাদু এই সন্দেশ পরিবেশনর জন্য।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sayantika Sadhukhan

Similar Recipes