আপেল সন্দেশ (apple sondesh recipe in Bengali)

Prasadi Debnath
Prasadi Debnath @cook_16030395
Murarai, Birbhum

#সংক্রান্তির রেসিপি
খুব সহজেই ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে এতো সুন্দর আকর্ষণীয় মিষ্টি তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দেওয়া যেতে পারে ।

আপেল সন্দেশ (apple sondesh recipe in Bengali)

#সংক্রান্তির রেসিপি
খুব সহজেই ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে এতো সুন্দর আকর্ষণীয় মিষ্টি তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দেওয়া যেতে পারে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 1 কাপছানা
  2. 1 কাপগুঁড়ো দুধ
  3. 2টেবিল চামচ চিনি
  4. 4টেবিল চামচ কনডেন্সড মিল্ক
  5. 2টেবিল চামচ ঘি
  6. 1 চিমটি কেশর ফুড কালার
  7. 1 চিমটি রেড ফুড কালার
  8. 1/4 কাপ দুধ
  9. পরিমাণ মতো লবঙ্গ বোঁটা বানানোর জন্য
  10. প্রয়োজন অনুযায়ী কারিপাতা,পাতা বানানোর জন্য

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে ছানা টা খুব ভালো করে মেখে নিতে হবে । তার পর গ্যাসে একটা প্যান বসিয়ে তার মধ্যে এক টেবিল চামচ ঘি দিয়ে তার মধ্যে ছানা টা দিয়ে দিতে হবে ।

  2. 2

    নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে গুঁড়ো দুধ টা দিতে হবে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ।তার পর চিনি দিতে হবে আর লিকুইড দুধ টা দিতে হবে । নেড়ে খুব ভালো করে স্পাচুলার সাহায্যে মিশিয়ে নিতে হবে।তার পর কনডেন্সড মিল্ক দিয়ে আবারও বেশ নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে ।

  3. 3

    তার পর সব কিছু মিশে গিয়ে বেশ মসৃণ হয়ে গেলে ওর মধ্যে কেশরী ফুড কালার টা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে । এবং ডো টা নেড়ে চেড়ে একটা মন্ড হয়ে গেলে নামিয়ে নিতে হবে ।

  4. 4

    তার পর একটু ঠান্ডা হলে হাতে একটু ঘি মাখিয়ে ভালো করে মেখে নিতে হবে ।তার পর ডো থেকে ছোট ছোট লেচি কেটে হাতের সাহায্যে গোল করে নিতে হবে । তার পর ওপরের দিকে হাতের বুড়ো আঙুল দিয়ে একটু গোল করে দিতে হবে ।

  5. 5

    তার পর আপেলের সেপ্ দিয়ে ওপরে একটা লবঙ্গ গেঁথে দিতে হবে।

  6. 6

    একটা বাটির মধ্যে রেড ফুড কালার টা গুলে নিয়ে একটা তুলি দিয়ে আপেলের গায়ে রেড ফুড কালার দিয়ে কালার করে দিতে হবে ।

  7. 7

    তার পর বোঁটার পাসে একটা ছোট্ট পাতা বসিয়ে দিতে হবে । আমি এখানে কারিপাতা ব্যবহার করেছি।

  8. 8

    ব্যাস রেডি সুন্দর ও সুস্বাদু আপেল সন্দেশ ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Prasadi Debnath
Prasadi Debnath @cook_16030395
Murarai, Birbhum

Similar Recipes