এগ- চিকেন কিমা মোগলাই (egg chicken keema mughlai recipe in Bengali)

Sohini Dutta
Sohini Dutta @cook_26816840

#রান্নাঘর
#স্ন্যাকস্

এগ- চিকেন কিমা মোগলাই (egg chicken keema mughlai recipe in Bengali)

#রান্নাঘর
#স্ন্যাকস্

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
২-৩
  1. ২৫০ গ্রাম চিকেন কিমা
  2. ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো
  3. ১/২ চা চামচ জিরে গুঁড়ো
  4. ১/২চা চামচ ধনে গুঁড়ো
  5. ১/২ চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো
  6. ১/২ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  7. ময়দার ডো
  8. ২ কাপ ময়দা
  9. ১ চা চামচ চিনি
  10. ১/৪ চা চামচ নুন
  11. ১ টেবিল চামচ সাদা তেল
  12. কিমার জন্য আরো কিছু উপকরণ -
  13. ১/২ মাঝারি পেঁয়াজ
  14. ৩কোয়া রসুন কুচি
  15. স্বাদমতকাঁচা লঙ্কা
  16. স্বাদমতনুন ও চিনি
  17. প্রয়োজন মতব্রেডক্রাম্ব
  18. ২ টো ডিম

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    ময়দা, নুন, চিনি, তেল এক পাত্রে নিয়ে, তার মধ্যে প্রয়োজন মত জল দিয়ে একটা নরম ডো বানিয়ে নিন ।

  2. 2

    আরেকটু তেল ডোটার ওপর লাগিয়ে নিয়ে যেই পাত্রটায় ডোটি ছিল সেটিকে একটি ভেজা কাপর দিয়ে ঢেকে রাখতে হবে কম করে ১ ঘণ্টা ।

  3. 3

    চিকেন কীমাতে সব মসলাগুলো একে একে দিয়ে দিতে হবে । তারপর নুন, তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ।

  4. 4

    কড়াই/ কোন ফ্রাইং প্যানে ২-৩ টেবিলচামচ তেল গরম করে তাতে পেয়াজ, রসুন কুঁচি আর লঙ্কা কুঁচি দিয়ে হাল্কা ভেজে নিয়ে তাতে কীমাটা দিয়ে দিতে হবে ।

  5. 5

    কীমাটা দিয়েই ভালো করে হাতা দিয়ে নারতে থাকতে হবে যাতে জমাট না পাকিয়ে যায় ।যখন কীমা প্রায় রেডি হয়ে আসবে ২ টেবিলচামচ ব্রেড ক্রাম্বস্ দিয়ে মিস্রনটাকে আরো কিছুক্ষণ ভাজতে হবে ।

  6. 6

    কীমা রেডি । যতটা সম্ভব কীমাটাকে ড্রাই রাখতে হবে । বেশী ময়েস্ট হলে পরোটা ছিরে যাবে ।

  7. 7

    ব্রেড ক্রাম্বস্ অল্প তেলে ভেজে নিতে হবে সামান্য নুন আর চিনি দিয়ে।

  8. 8

    প্রতি মোগলাই দুটি করে ডিম ফেটিয়ে তাতে ৩-৪ টিস্পুন কীমা আর ২-৩ টিস্পুন ব্রেড ক্রাম্বস্ মিশিয়ে দিতে হবে ।

  9. 9

    ভালো করে মিশিয়ে ডিম আর কীমার মিস্রনটাকে সাইডে রেখে দিতে হবে ।

  10. 10

    এবার মোগলাই এর ময়দার ডো টাকে ২-৩ ভাগ করে নিতে হবে । লেচিগুলো বড় হবে আর পাতলা করে বেলতে হবে । যেখানে বেলা হবে সেই জায়গাটা আর বেলার সময় ডোটায় তেল লাগিয়ে নিতে হবে ।

  11. 11

    ঠিক এরকম পাতলা করে বেলে নিতে হবে । যেখানে বেলা হচ্ছে সেই সারফেস্টা দেখা যাবে, ততটাই পাতলা ।

  12. 12

    দুদিক ভাজ করে মাঝে আনতে হবে।কীমার মিস্রনটা ওপরে ঢেলে দিতে হবে । তারপর কোণের অংশটিতে জল লাগিয়ে নিতে হবে চারিদিকে ।

  13. 13

    কীমা ওপরে দিয়ে দেওয়ার পর বাকি দুটো দিক ফোল্ড করে মিস্রনটা মোগলাই পরোটার ভিতরে সিল করে দিতে হবে ।

  14. 14

    পরোটা ভাজার জন্যে রেডি ।

  15. 15

    মিডিয়ম - লো ফ্লেমে ভেজে নিতে হবে যাতে পরোটা ভালোভাবে রান্না হয়ে যায় ।

  16. 16

    গোল্ডেন ব্রাউন রংটা চলে এলে পরোটা প্লেটে তুলে নিতে হবে । ভাজার সময়- ৫-৭ মিনিট ।

  17. 17

    মোগলাই পরোটা রেডি । পরোটা কয়েক ভাগে কেটে নিয়ে আলুর তরকারি বা চিকেন কসা দিয়ে সার্ভ করা হয় ।

  18. 18

    অত্যন্ত সুস্বাদু মোগলাই পরোটা রেডি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sohini Dutta
Sohini Dutta @cook_26816840

মন্তব্যগুলি (9)

Sunanda Das
Sunanda Das @cook_sunanda7
Darun hoeche 👌amar recipe gulo dekho valo lagle like comment r anusharan deo 💕

Similar Recipes