তারি চিকেন (Tari chicken recipe in Bengali)

Pampa Mondal
Pampa Mondal @Pampa_JanaModal

#ebook2
#পূজা2020
আমরা পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট কে কসিয়ে চিকেন রান্না করি। আর চিকেনে একটু মাইল্ড ফ্লেভার আনার জন্য দই বা ফ্রেসক্রিম ব্যবহার করি।‌ কিন্তু আদা, পেঁয়াজ, রসুন কুচি ভেজে নিয়ে তার পর পেস্ট করে যদি রান্না টা করা হয় তবে চিকেন টা এমনিতেই মাইল্ড চেস্ট এর হয়। যেটা পোলাও বা রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগে।

তারি চিকেন (Tari chicken recipe in Bengali)

#ebook2
#পূজা2020
আমরা পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট কে কসিয়ে চিকেন রান্না করি। আর চিকেনে একটু মাইল্ড ফ্লেভার আনার জন্য দই বা ফ্রেসক্রিম ব্যবহার করি।‌ কিন্তু আদা, পেঁয়াজ, রসুন কুচি ভেজে নিয়ে তার পর পেস্ট করে যদি রান্না টা করা হয় তবে চিকেন টা এমনিতেই মাইল্ড চেস্ট এর হয়। যেটা পোলাও বা রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

ম্যরিনেসন টাইম ২ ঘন্টা,কুকিং টাইম ৩০ মিনিট
৪ জন
  1. ১ কেজি মুরগির মাংস
  2. ১ কাপ পেঁয়াজ কুচি
  3. ১ টেবিল চামচ আদা কুচি
  4. ১ টেবিল চামচ রসুন কুচি
  5. ১ কাপ টমেটো কুচি
  6. ১ চা চামচ আদা বাটা
  7. ১ চা চামচ রসুন বাটা
  8. ১.৫ টেবিল চামচ ধনে গুঁড়ো
  9. ১ চা চামচ ভাজা জিরা গুঁড়ো
  10. ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো
  11. ১ টেবিল চামচ কসুরিমেথি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা
  12. ১/২ কাপ ধনেপাতা কুচি
  13. ১ চা চামচকাশ্মিরী লঙ্কা গুঁড়ো
  14. স্বাদমতোলবণ
  15. পরিমাণ মতসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

ম্যরিনেসন টাইম ২ ঘন্টা,কুকিং টাইম ৩০ মিনিট
  1. 1

    চিকেন ধুয়ে লবণ, হলুদ, ২ টেবিল চামচ তেল, আদা বাটা, রসুন বাটা মাখিয়ে ১ থেকে ২ ঘন্টা রেখে দেব।

  2. 2

    এবার ৩ টেবিল চামচ সাদা তেল গরম করে চিকেন পিস গুলো মসলা ঝেড়ে একটা একটা করে ২ থেকে ৩ মিনিট ভেজে তুলে নেব।

  3. 3

    এবার ওই তেলে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি দিয়ে ভেজে নেব। এবার দিয়ে দেব টমেটো কুচি। টমেটো গলে গেলে নামিয়ে ঠাণ্ডা করে নেব। এরপর সামান্য জল দিয়ে মিক্সি তে পেস্ট করে নেব।

  4. 4

    এবার আবার সাদা তেল গরম করে তেজপাতা আর গোটা গরম মসলা ফোড়ন দিয়ে এই পেস্ট টা
    আর ম্যারিনেসন এর মসলা টা দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে চিকেন পিস গুলো দিয়ে দেব। এবার ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ভাজা জিরা গুঁড়ো দিয়ে কসিয়ে নেব খানিকক্ষণ।

  5. 5

    এবার পরিমাণ মত জল আর লবণ দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব।

  6. 6

    চিকেন সেদ্ধ হয়ে গেলে আর মসলা তেল ছেড়ে দিলে গরম মসলা আর কসুরিমেথি দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব।

  7. 7

    ধনেপাতা কুচি দিয়ে সাজিয়ে বাসন্তী পোলাও বা নান এর সঙ্গে পরিবেশন করুন তারি চিকেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Pampa Mondal
Pampa Mondal @Pampa_JanaModal
cooking is my passion...
আরও পড়ুন

মন্তব্যগুলি (10)

Swati Bharadwaj
Swati Bharadwaj @explorefoodwithSwati
Simply opurbo...
Darun byapar toh!!
Khub sundor hoyeche...Amio chesta korechi kichu notun dewar. Bhalo lagle ekta comment obossoi deben ar bhalo lagle onusoron o korte paren 😊

Similar Recipes