পাপড়ি চাট

Oindrila Majumdar
Oindrila Majumdar @oincook_25812891

#GA4
#Week6
এবারের ধাঁধার উত্তর গুলো থেকে আমি চাটের রেসিপি বেছে নিয়েছি। চাট খেতে আমরা সবাই ভালোবাসি। সন্ধ্যের আড্ডায় চা এর সঙ্গে ঘরে তৈরী চাট আড্ডার আমেজটাকে করে তোলে আরো আনন্দদায়ক। আমি পাপড়ি গুলো ঘরে তৈরী করেছি। বাইরের বানানো পাপড়ি ও ব্যবহার করা যেতে পারে।

পাপড়ি চাট

#GA4
#Week6
এবারের ধাঁধার উত্তর গুলো থেকে আমি চাটের রেসিপি বেছে নিয়েছি। চাট খেতে আমরা সবাই ভালোবাসি। সন্ধ্যের আড্ডায় চা এর সঙ্গে ঘরে তৈরী চাট আড্ডার আমেজটাকে করে তোলে আরো আনন্দদায়ক। আমি পাপড়ি গুলো ঘরে তৈরী করেছি। বাইরের বানানো পাপড়ি ও ব্যবহার করা যেতে পারে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
৩ জন
  1. ২০ টা পাপড়ি (ময়দায় স্বাদমতো নুন আর গোল মরিচ গুঁড়ো দিয়ে মেখে নিয়ে কৌটোর ঢাকনি দিয়ে কেটে নিয়ে ডুবো তেলে ভেজে তুলে রেখেছি আগেই)।
  2. ১ টা মাঝারি আলু
  3. ১ টা ছোট পেঁয়াজ
  4. ১ টা ছোট টমেটোর অর্ধেকটা
  5. ১টা কাঁচা লঙ্কা
  6. ১ টেবিল চামচ কল বের করা স্প্রাউটস।
  7. পরিমান মতোরান্না করা অল্প ঘুগনি বা ব্ল্যাক আই বিন্সদিয়ে বানানো শুকনো ডাল
  8. ১ টেবিল চামচ ভাজা মশলা গুঁড়ো (১ চা চামচ জিরে, ১/২ চা চামচ ধনে, ১/২ চা চামচ মৌরি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা)
  9. ২ টেবিল চামচ তেঁতুলের পাল্প
  10. ৪ চা চামচ ফেটানো টক দই।
  11. স্বাদমতোবিট লবণ
  12. ১/২চা চামচশুকনো লংকা গুড়ো
  13. ১ চা চামচ ধনেপাতা
  14. ১ মুঠো বেদানা
  15. ২ টেবিল চামচ ঝুরি ভাজা
  16. ২ টেবিল চামচ টমেটোর চাটনি
  17. ১০ টা কিসমিস

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    ভাজা পাপড়ি গুলো থালায় সাজিয়ে রাখতে হবে।

  2. 2

    আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচালকা,ধনেপাতা কুচি করে রাখতে হবে।

  3. 3

    দইয়ে অল্প ভাজা মশলা, চিনি আর বিট নুন দিয়ে ফেটিয়ে রাখতে হবে। তেঁতুলের পাল্প অল্প চিনি আর ভাজা মশলা মিশিয়ে রাখতে হবে।

  4. 4

    বেদানা ছাড়িয়ে রাখতে হবে।

  5. 5

    এবার পাপড়ি গুলোর ওপরে প্রথমে আলু, টমেটো, কাঁচালংকা কুচি, স্প্রাউটস,ঘুগনি, পেঁয়াজ কুচি ছড়িয়ে দিতে হবে।

  6. 6

    দ্বিতীয় ধাপে টমেটো চাটনি, ফেটানো দই, তেঁতুলের পাল্প ছড়িয়ে দিতে হবে।

  7. 7

    এবার ওপর থেকে ধনেপাতা কুচি, ঝুরি ভাজা, শুকনো লংকা গুঁড়ো, ভাজা মশলা গুঁড়ো, বেদানা,

  8. 8

    পাপড়ি ভেঙে ছড়িয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Oindrila Majumdar
Oindrila Majumdar @oincook_25812891

Similar Recipes