মটরশুটি জিরা রাইস (Matarsuti jeera rice recipe in bengali)

Supriti Paul
Supriti Paul @cook_26208681

#পূজা2020

পূজোর সময় সপ্তমীর দিন আমি প্রতি বছরই নিরামিষ মটরশুটি জিরা রাইস করে থাকি । এটি বিভিন্ন সবজি, ডাল , চাটনি, দই ও সালাড এর সাথে পরিবেশন করা যায় ।

মটরশুটি জিরা রাইস (Matarsuti jeera rice recipe in bengali)

#পূজা2020

পূজোর সময় সপ্তমীর দিন আমি প্রতি বছরই নিরামিষ মটরশুটি জিরা রাইস করে থাকি । এটি বিভিন্ন সবজি, ডাল , চাটনি, দই ও সালাড এর সাথে পরিবেশন করা যায় ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৩ জন
  1. ৫০০ গ্রাম দেরাদুন রাইস চাল
  2. ৮ টা কাজু
  3. ৮ টা কিসমিস
  4. ২৫০ গ্রাম মটরশুঁটি
  5. ৪ টিএলাচ
  6. ৬ টি লবঙ্গ
  7. ১ চা চামচ মচ
  8. ১/২চা চামচনুন
  9. ১/২চা চামচচিনি
  10. ১ টুকরোজায়ফল ও জয়িত্রী
  11. ৩ টেবিল চামচ দেশী ঘি
  12. ১চিমটিগরম মশলা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    আমি প্রথমেই চালটা ৪ থেকে ৫ মিনিট সেদ্ধ করে নিলাম । চাল সেদ্ধ হওয়ার সময় এক টুকরো জাইফল ও জয়িত্রী জলের মধ্যে দিয়ে দিলাম এবার চালটা একটু শক্ত থাকতে থাকতে নামিয়ে নিলাম ।

  2. 2

    এবার পুরো চালটা বড় ছাকনীতে ছেকে নিয়ে ভাল করে জল ঝরিয়ে একটি শুকনো থালার মধ্যে ছড়িয়ে ফ্যানের হাওয়ায় ১৫ মিনিট রেখে দিলাম ।

  3. 3

    এবার গ্যাস ওভেনে কড়াই গরম করে তাতে ৩ চামচ দেশী ঘি দিয়ে প্রথমে কাজু, কিশমিশ ভেজে তুলে নিলাম । এবার কড়াতে মটরশুটি দিয়ে, গোটা জিরা দিলাম ও লবঙ্গ, এলাচ দিয়ে এক মিনিট নাড়ানাড়ি করে পুরো আধ সেদ্ধ চালটা ঢেলে দিলাম । এবার হাফ চামচ নুন ও হাফ চামচ চিনি দিলাম ।

  4. 4

    এবার পুরো টা তলা থেকে ওপর পর্যন্ত নেড়ে নিয়ে কাজু, কিশমিশ দিয়ে আর একবার হালকা ভাবে নেড়ে নিলাম ।

  5. 5

    এখন তৈরি মটরশুটি জিরা রাইস । আমি ওপরে এক চিমটি গরম মশলা গুড়ো ছড়িয়ে দিলাম ও ডাল,সবজি চাটনি, দই ও সালাড,পাপড়ের এর সাথে সাজিয়ে পরিবেশন করলাম ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Supriti Paul
Supriti Paul @cook_26208681

Similar Recipes