রাজ কচুরী চাট (Raj kochuri chat recipe in bengali)

Supriti Paul
Supriti Paul @cook_26208681

#GA4
#Week6
এ সপ্তাহের ধাঁধা থেকে আমি চাট শব্দ টি বেছে নিয়েছি ।আমি তৈরি করব রাজ কচুরী চাট ।
এটি খুবই লোভনীয় ও টক , ঝাল ,মিষ্টি, নোনতা স্বাদের । রাজ কচুরী চাট খেতে ছোট বড় সবাই পছন্দ করে ।

রাজ কচুরী চাট (Raj kochuri chat recipe in bengali)

#GA4
#Week6
এ সপ্তাহের ধাঁধা থেকে আমি চাট শব্দ টি বেছে নিয়েছি ।আমি তৈরি করব রাজ কচুরী চাট ।
এটি খুবই লোভনীয় ও টক , ঝাল ,মিষ্টি, নোনতা স্বাদের । রাজ কচুরী চাট খেতে ছোট বড় সবাই পছন্দ করে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
৪ জন
  1. কচুরির জন্য
  2. ২ কাপ ময়দা
  3. ১ কাপ সুজি
  4. ৪ টেবিল চামচ তেল
  5. ১ চিমটি জোয়ান
  6. ১ চিমটি কালজিরা
  7. 1/2 চা চামচলবণ
  8. 1/2 চা চামচ হলুদ গুঁড়ো(হলুদ গুঁড়ো ময়দাতে মাখলে কচুরীর রং হলুদ হয়)
  9. পরিমাণ মতো জল
  10. ৩০০ গ্রাম তেল ভাজার জন্য
  11. উপরের টপিংএর জন্য
  12. ৪ টে আলু সেদ্ধ, কুচি করে কাটা
  13. ১বাটি কাবলিচানা ও হলুদমটর সেদ্ধ
  14. ১ কাপ দই ফেটানো
  15. ১/২ কাপতেঁতুল চাটনি
  16. ১ বাটি গ্রীন মটরশুটি সেদ্ধ
  17. ১টি টমেটো কুচি
  18. ২ টেবিল চামচ গাজর কুচি
  19. ১ টেবিল চামচ বীট কুচি
  20. 1/2 চামচলঙ্কা গুঁড়ো
  21. 1/2 চামচগোলমরিচ গুঁড়ো
  22. ১ চা চামচ বিট লবণ
  23. ১ চা চামচ ধনেপাতা কুচি
  24. ১ চা চামচ জিরা গুঁড়ো
  25. ৪ চা চামচ খেজুর চাটনি (খেজুর ও গুড় দিয়ে ফোটানো)
  26. ১টি শসা কুচি
  27. ১ টি বেদানা ছাড়ানো
  28. পরিমাণ মত চিপস গুঁড়ো
  29. ১০০ গ্রাম ঝুরি ভাজা
  30. ২ চা চামচ চাট মশলা

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    আমি প্রথমেই সব এক জায়গা য় রেডি করে নিয়েছি

  2. 2

    এবার আমি একটি পাত্রে ময়দা ও সুজি নিয়ে ময়দার সাথে জোয়ান,কালজিরা, নুন, তেল ও হলুদগুঁড়ো দিয়ে খুব ভালো ভাবে মিশিয়ে নিলাম ।

  3. 3

    এখন আমি পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে মেখে নিলাম । আধঘন্টা রেখে দিলাম একটি ভেজা কাপড় চাপা দিয়ে ।

  4. 4

    এবার আমি গোল গোল বল করে নিলাম ও বেলে নিলাম ।

  5. 5

    এবার গ্যাসে প্যান বসিয়ে গরম করে তাতে তেল দিয়ে, তেল গরম হলে একে একে সব কচুরী ভেজে তুলে নিলাম ।

  6. 6

    আমার ছয়টি কচুরী হয়েছিল, সব ভাজা হয়ে গেল ।

  7. 7

    এবার কচুরী গুলোতে প্রথমে কিছুটা করে আলু সেদ্ধ ও কাবলিচানা সেদ্ধ দিয়ে,টমেটো কুচি, একটু গাজর কুচি, বিট কুচি, জিরাগুঁড়ো একটু দই, তেঁতুল চাটনি, বিট নুন দিলাম । এই ভাবে একে একে টপিং করলাম ।

  8. 8

    তারপর আর একবার ওপরে আলু সেদ্ধ,কাবলিচানা সেদ্ধ, হলুদ মটরসেদ্ধ ও শসা কুচি,টমেটো কুচি, গাজরকুচি, বিটকুচি, জিরাগুঁড়ো, দই, তেঁতুল চাটনি, বিটনুন, গোলমরিচ গুঁড়ো, চিপস্ ও সবুজ মটরশুটি সেদ্ধ দিলাম । ও চাট মশলা ছড়িয়ে, সবার ওপরে সেউ ও বেদানা ছড়িয়ে দিলাম । এখন রেডি রাজ কচুরী চাট ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Supriti Paul
Supriti Paul @cook_26208681

মন্তব্যগুলি (2)

Similar Recipes