ডিম দোপেঁয়াজা (Egg dopyaza recipe in Bengali)

Richa Das Pal
Richa Das Pal @Richa
Malbazar

#ebook2
#দূর্গা পূজা
দোপেঁয়াজা কি খালি চিকেন,পনির,ভেন্ডি এর ড়য় নাকি ডিমের এর ও হয়।

ডিম দোপেঁয়াজা (Egg dopyaza recipe in Bengali)

#ebook2
#দূর্গা পূজা
দোপেঁয়াজা কি খালি চিকেন,পনির,ভেন্ডি এর ড়য় নাকি ডিমের এর ও হয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪ জন
  1. ৪ টি সেদ্ধ করে রাখা ডিম
  2. ৪ টি মাঝারি পেঁয়াজ ঝিরিঝিরি করে কাটা
  3. ১ চা চামচ আদা এবং রসুন বাটা
  4. ১ টি মাঝারি সাইজের টমেটো বাটা
  5. স্বাদমতোকাঁচা লঙ্কা বাটা
  6. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  7. ১ চা চামচ জিরে গুঁড়ো
  8. ১ চা চামচ ধনে গুঁড়ো
  9. স্বাদমতোলবণ ও চিনি
  10. ১ চা চামচ গরম মশলা গুঁড়ো
  11. ১ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো
  12. প্রয়োজন অনুযায়ীফোঁড়নের জন্য গোটা গরমশলা ও তেজপাতা

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে প্যানে তেল গরম করে ডিম গুলো কে লবণ ও হলুদ মাখিয়ে ভেজে তুলে রাখতে হবে।

  2. 2

    এবারে ওই তেলেই ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজ কুচি দিয়ে লাল করে ভেজে তুলে নিতে হবে। এরপর ওর মধ্যে গোটা গরমশলা ও তেজপাতা ফোড়ন দিয়ে টমেটো বাটা,আদাবাটা ও রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে।

  3. 3

    এরপর ওর মধ্যে আগে থেকে ভেজে তুলে রাখা কিছুটা বেরেস্তা আলাদা করে রেখে বাদবাকি বেরেস্তা প্যানে দিয়ে ভালো করে কষিয়ে ওর মধ্যে জলে গুলিয়ে রাখা হলুদ গুঁড়ো,জিরে গুঁড়ো,ধনে গুঁড়ো ও কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো,পরিমাণমতো লবণ ও চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।

  4. 4

    মশলা থেকে তেল ছেড়ে আসলে ওর মধ্যে এক কাপ মতো গরম জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে।গ্ৰেভি ফুটে উঠলে ওর মধ্যে আগে থেকে ভেজে ডিম গুলো কে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে।

  5. 5

    কিছুক্ষন পর ঢাকনা খুলে গ্ৰেভি মাখো মাখো হয়ে আসলে উপর থেকে গরমশলা গুড়োঁ ছড়িয়ে নামিয়ে বেরেস্তা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন ডিমের দোপেঁয়াজা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Richa Das Pal
Malbazar
Pharmacist and Admin at facebook page - kitchen diary by Richa..Love to cook and love to eat...😋😋
আরও পড়ুন

Similar Recipes