ঘুগনি (ghoogni recipe in Bengali)

Shilpa Naskar
Shilpa Naskar @cook_22043912

#লকডাউন রেসিপি রাস্তার ধারে দোকানের মতো ঘুগনি খুব সহজে বানিয়ে ফেলুন বাড়িতে

ঘুগনি (ghoogni recipe in Bengali)

#লকডাউন রেসিপি রাস্তার ধারে দোকানের মতো ঘুগনি খুব সহজে বানিয়ে ফেলুন বাড়িতে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০
১০
  1. ৫০০ গ্ৰামসাদা মটর
  2. ১ টা বড় আলু
  3. ১ টা বড়পেঁয়াজ
  4. ১ টা বড়টমেটো
  5. ২চা চামচ রসুন বাটা
  6. ২ চা চামচ আদা বাটা
  7. ১চা চামচ জিরা বাটা
  8. ১চা চামচ হলুদ গুঁড়ো
  9. ১/২চা চামচ শুকনো লঙ্কা গুড়ো
  10. প্রয়োজন অনুযায়ীভাজামসলা : গোটা ধনে, গোটা জিরা, দুটা লবঙ্গ, দুটা এলাজ, এক টুকরো দারুচিনি শুক্ষ্ম খোলায় ভেজে গুড়ো করা ১ - চা চামচ
  11. ১/২ চা চামচ আমচুর পাউডার
  12. ২টো তেজপাতা
  13. ২চা চামচসর্ষের তেল
  14. ১ চা চামচ কসুরি মেথি
  15. ১ চা চামচ চিনি
  16. ১/২চা চামচ গরম মসলা
  17. স্বাদ মতলবণ

রান্নার নির্দেশ সমূহ

৩০
  1. 1

    মটর প্রেসার কুকারে দিয়ে সামান লবন দিয়ে ২ টো সিটি মেরে নিন।আলু ছোট টুকরো করে কেটে নিন।

  2. 2

    কড়াইতে দুই চা চামচ তেলদিন । তেলের উপর দুটো তেজপাতা আর সামান চিনি ফোঁড়ন দিন ঐ তেলে টুকরো করা আলু দিন দুই মিনিট কশিয়ে পেঁয়াজ আর টমেটো বাটা দিন আর সামান জল দিন এবার একটা বাটিতে ভাজামসলা, আমচুর পাউডার আর হলুদ আর শুক্ষ্মলঙ্কা গুড়ো আর জল দিয়ে একটা পেস্ট বানিয়ে কসানো মসলার মধ্যে দিন মটর টা ও দিয়ে দিন পরিমানমত লবন আর চিনি দিন ভাল করে কসিয়ে নিন।

  3. 3

    তেল ছারতে সুরু করলে তাতে পরিমানমত জল দিন ফুটতে দিন তরকারি হয়ে আসলে নামানোর আগে গরম মসলা আর কাসুরি মেথি দিয়ে নামিয়ে লুচি, পরোটার সঙ্গে পরিবেসন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shilpa Naskar
Shilpa Naskar @cook_22043912

Similar Recipes