ফুলকপির রেজালা(phulcopir rezala recipe in Bengali)

Mita Modak
Mita Modak @mitaspassion

#GA4
#week10
এই সপ্তাহের ধাঁধা থেকে ফুলকপি শব্দ টা বেছে নিয়েছি।

ফুলকপির রেজালা(phulcopir rezala recipe in Bengali)

#GA4
#week10
এই সপ্তাহের ধাঁধা থেকে ফুলকপি শব্দ টা বেছে নিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
৪ জনের জন্য
  1. ৫০০ গ্রাম ফুলকপি
  2. ৫ টেবিল চামচ সাদা তেল
  3. ২ টেবিল চামচঘি
  4. ১০টা কাজু
  5. ৬টা কিশমিশ
  6. ২টেবিল চামচ মগজ
  7. ৪টে কাঁচালঙ্কা
  8. ১টেবিল চামচ পোস্ত
  9. ১টা জায়ফল
  10. ১ টা স্টার ফল
  11. ২টো এলাচ
  12. পরিমাণ মতো জয়িত্রী
  13. 1 টুকরো আদা গ্রেট করা
  14. ৫ টেবিল চামচ দুধ
  15. ৮ টেবিল চামচ টক দই
  16. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  17. স্বাদমতনুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  18. ফোঁড়নের জন্য
  19. ১ টাশুকনো লঙ্কা
  20. ১/২চা চামচজিরা
  21. ১ টেবিল চামচ ধনেপাতা কুচি

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    শুকনো মশলা ও দুধ একসাথে রেখেছি।এবার পোস্ত,কাজু,মগজ শুকনো ব্লেন্ড করে নিলাম।এবার কিসমিস,লঙ্কা ও দুধ দিয়ে র একবার ব্লেন্ড করে নিলাম।জায়ফল, জয়ত্রী,স্টার,এলাচ শুকনো ভাবে গুড়িয়ে রাখলাম।আদা বাটা ও টকদই ফেটিয়ে রাখলাম। ফুলকপি কেটে ধুয়ে নিলাম।

  2. 2

    কড়াই এ তেল গরম করে,ফুলকপি হালকা করে ভেজে নিলাম।কড়াই এ তেল ও ঘি গরম করে,শুকনো লঙ্কা ও জিরা ফোড়ন দিয়ে আদা বাটা কষতে দিলাম।

  3. 3

    এবার বাটা মশলা,নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো,হলুদ দিয়ে কষতে লাগলাম।তেল বেরোলে ফেটানো টক দই দিয়ে সব মিশিয়ে ভাজা ফুলকপি মিশিয়ে কষিয়ে নিলাম

  4. 4

    অল্প গরম জল মিশিয়ে ঢাকা দিয়ে ৫ মিনিট রান্না করলাম।জল শুকিয়ে এলে,জায়ফল - জয়ত্রী - এলাচ - স্টার গুঁড়ো ও কুচানো ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিলাম।ফুলকপির রেজালা তৈরি। পরোটা,রুটি,ভাত, জিরা রাইস র সাথে পরিবেশন করা যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mita Modak
Mita Modak @mitaspassion
cooking and experiment with recipes are my Passion
আরও পড়ুন

Similar Recipes