নো বেকড চকোলেট টার্ট(no baked chocolate tart recipe in bengali)

Sayantani Ray
Sayantani Ray @sayantani_27581

#GA4
#Week10(আমি চকোলেট শব্দ টিকে বেছে নিলাম।)

নো বেকড চকোলেট টার্ট(no baked chocolate tart recipe in bengali)

#GA4
#Week10(আমি চকোলেট শব্দ টিকে বেছে নিলাম।)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘন্টা
4 jon
  1. ২কাপযেকোনো মিস্টি ও নোনতা বিস্কুট এর গুঁড়ো
  2. প্রয়োজন মতোবাটার
  3. ৩০০ গ্রাম কুকিং চকোলেট
  4. ১/২কাপ ক্রিম
  5. ৪ চা চামচ চিনি
  6. প্রয়োজন মতোচকোচিপস্ ও চেরি
  7. ২ টেবিল চামচ কাসটার্ড পাউডার
  8. ১কাপ ঘন দুধ
  9. ১চা চামচ কফি
  10. ১/৪কাপ চকো চিপস

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্টা
  1. 1

    বিস্কুট ও বাটার একসংগে মিক্সি তে দিয়ে গুড়ো করে নিতে হবে। বাটার অল্প অল্প দিয়ে দেখতে হবে বাইন্ড হচ্ছে কিনা।হাতে মুট করে যদি দেখা যায় বাইন্ড হচ্ছে তাহলে আর বাটার দেওয়ার প্রয়োজন নেই।কারন সব বিস্কুট সমান ওয়েলি হয়না।আমি যেহেতু গুডডে বিস্কুট নিয়েছি আমার বাটার কমে লেগেছে।

  2. 2

    এবার ৯ ইনচি টার্ট মোল্ডে ওই বাটার ও বিস্কুট এর মিশ্রনটা দিয়ে চেপে চেপে ছড়িয়ে দিতে হবে। এটা সেট হওয়ার জন্য ৩০ মিনিট ফ্রিজে রাখতে হবে।

  3. 3

    এবার চকোলেট কম্পাউন্ড ক্রিম ও কফি একসংগে ডবল বয়লার এ গলিয়ে নিতে হবে। চকোলেট টাই মিস্টি তাই আলাদা করে এতে চিনি দেওয়ার দরকার নেই।

  4. 4

    এই মিশ্রনটা একটু ঠান্ডা হলে ফ্রিজে রাখা টার্ট এর মধ্যে ঢেলে আবার ফ্রিজে রাখতে হবে।

  5. 5

    এবার দুধ,চিনি,কাসটার্ড পাউডার দিয়ে কাসটার্ড বানিয়ে নিতে হবে।

  6. 6

    কার্স্টাড ঠান্ডা হলে টার্ট এ চকোলেট এ-র উপর ঢেলে দিতে হবে। চেরি ও চকোচিপস্ দিয়ে সাজিয়ে আবার ৫-৬ঘন্টার জন্য ফ্রিজে রাখতে হবে। তারপর ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে হবে।

  7. 7
রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sayantani Ray
Sayantani Ray @sayantani_27581
https://youtube.com/channel/UC_bENiNoFoXXiUvfiRxDikw youtube channel -"Hata Khuntir Melbondhon "
আরও পড়ুন

Similar Recipes