ভেজ পাস্তা স্যুপ(veg pasta soup recipe in Bengali)

Runta Dutta
Runta Dutta @cook_25782724

#স্মলবাইটস
এই প্রতিযোগিতায় আমি পাস্তা শব্দটি বেছে নিয়েছি । এটা আমার বাড়িতে মাঝে মাঝে খাওয়া হয় আর ছেলের স্কুলের টিফিনেও মাঝের মধ্যেই দিই।

ভেজ পাস্তা স্যুপ(veg pasta soup recipe in Bengali)

#স্মলবাইটস
এই প্রতিযোগিতায় আমি পাস্তা শব্দটি বেছে নিয়েছি । এটা আমার বাড়িতে মাঝে মাঝে খাওয়া হয় আর ছেলের স্কুলের টিফিনেও মাঝের মধ্যেই দিই।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৭ মিনিট
১ জন
  1. ২০০ গ্রাম পাস্তা
  2. ১ টা গাজর
  3. ৫ টা পেঁয়াজ কলি
  4. ১০০ গ্রাম বিন্স
  5. ১/২করা ফুল কপি
  6. ১ টা কাঁচা লঙ্কা চেরা
  7. স্বাদমত নুন
  8. 1/2 চামচগোলমরিচ গুঁড়ো
  9. ৪ চা চামচ সস
  10. ১ চিমটি হলুদ গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

৭ মিনিট
  1. 1

    প্রথমে পাস্তা টাকে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে গেলে জল টা ঝড়িয়ে নিতে হবে ।

  2. 2

    তার পর সব্জি গুলো ধুয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে।

  3. 3

    এর পর কড়াতে তেল গরম হয়ে এলে সব্জি গুলো ছেড়ে দিতে হবে ওর মধ্যে নুন হলুদ দিয়ে সব্জি গুলো ভেজে নিতে হবে তারপর পাস্তা টা ওর মধ্যে ছেড়ে দিতে হবে।

  4. 4

    এর পর ভাজা হয়ে এলে নামিয়ে গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে শশ দিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Runta Dutta
Runta Dutta @cook_25782724

মন্তব্যগুলি

Similar Recipes