কোফতা কাঁচকলার(Koffta kacnchkalar recipe in bengali)

Deepabali Sinha
Deepabali Sinha @cook_22411313

#GA4
#week10
এই কাঁচকলার কোফতা আমার হ্যাসবেন্ডের খুব পছন্দের তাই এই পথটা বেছেনিলাম তৈরি করার জন্যে।

কোফতা কাঁচকলার(Koffta kacnchkalar recipe in bengali)

#GA4
#week10
এই কাঁচকলার কোফতা আমার হ্যাসবেন্ডের খুব পছন্দের তাই এই পথটা বেছেনিলাম তৈরি করার জন্যে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45মিনিট
4জন
  1. 2 টোকাঁচকলা সেদ্ধ
  2. 4 টেমাঝারি আলু সেদ্ধ
  3. 12 টাকিসমিস
  4. 1 চা চামচকরে হলুদ লঙ্কা ধনে জিরে গুঁড়ো
  5. 1/4চা চামচগরমমশলা
  6. প্রয়োজন মতবেসন
  7. 1 টাবড় সাইজের টমেটো
  8. 2টো কাঁচা লঙ্কা
  9. প্রয়োজন মতোসাদা তেল
  10. 1 চা চামচঘি
  11. প্রয়োজন অনুযায়ীফোড়নের জন্য তেজপাতা ও 1/4চামচ হিং
  12. 1 চা চামচ জিরে
  13. স্বাদ মতলবণ

রান্নার নির্দেশ সমূহ

45মিনিট
  1. 1

    সব মশলা গুছিয়ে নিলাম

  2. 2

    আলু কাঁচকলা আর সব মশলা লবণ বেসন দিয়ে মেখে নিতে হবে।

  3. 3

    মেখে একটা করে কিসমিস মাঝখানে দিয়ে গোল গোল করে তৈরি করে ভেজে নিতে হবে।

  4. 4

    কড়াইয়ে তেল গরম করে ফোড়ন দিয়ে নেড়ে আদা বাটা ও হিং দিয়ে নেড়ে টমেটো ও সব গুঁড়ো মশলা দিয়ে ও অল্প একটু জল দিয়ে তেল বেড়ানো পর্যন্ত কষে নিয়ে পরিমান মত গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে 2মিনটের জন্য কোফতা গুলো ছেড়ে নামিয়ে নিলেই তৈরি... কোফতা কাঁচকলার

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Deepabali Sinha
Deepabali Sinha @cook_22411313

Similar Recipes