কুচোচিংড়ি দিয়ে কচু পালং ঘন্ট(chingri diye kachu palong ghonto recipe in Bengali)

Pampa Mondal
Pampa Mondal @Pampa_JanaModal

#GA4
#week11
এবারের ক্লু থেকে আমি arbi উপকরণ টি বেছে নিয়েছি, আর কচুর ঘন্ট বানিয়েছি।শীতের মরসুমে চিংড়ি মাছ দিয়ে কচু পালং এর ঘন্ট হলে আমার বাড়িতে থালার বাকি পথ গুলো বসে বসে কাঁদে।

কুচোচিংড়ি দিয়ে কচু পালং ঘন্ট(chingri diye kachu palong ghonto recipe in Bengali)

#GA4
#week11
এবারের ক্লু থেকে আমি arbi উপকরণ টি বেছে নিয়েছি, আর কচুর ঘন্ট বানিয়েছি।শীতের মরসুমে চিংড়ি মাছ দিয়ে কচু পালং এর ঘন্ট হলে আমার বাড়িতে থালার বাকি পথ গুলো বসে বসে কাঁদে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
  1. ৪০০ গ্রাম কচুমুখি
  2. ১ টা বড় আলু
  3. ১ আঁটি পালং শাক
  4. ১ টা মাঝারি বেগুন কুচি করে কাটা
  5. ১/২ চা চামচ পাঁচফোড়ন
  6. ১ টা তেজপাতা
  7. ২ টোশুকনো লঙ্কা
  8. ১ চা চামচ জিরা গুঁড়ো
  9. ১ চা চামচ ধনে গুঁড়ো
  10. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  11. ১ চা চামচ আদা বাটা
  12. ১ টা মাঝারি পেঁয়াজ কুচি
  13. স্বাদমতোলবণ
  14. ৩ টেবিল চামচ সরিষার তেল
  15. ১০০ গ্রাম কুচো চিংড়ি

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    ২ টেবিল চামচ তেল গরম করে চিংড়ি মাছ গুলো ভেজে তুলে রাখতে হবে।

  2. 2

    ওই তেলে কচু, আলু আর বেগুন গুলো ভেজে নিতে হবে।

  3. 3

    লবণ, আদা বাটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে। এবার জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটু ভেজে নেব। এবার পালং শাক দিয়ে চাপা দিয়ে রান্না করতে হবে। একটু পরে পরিমাণ মত জল দিয়ে চিংড়ি মাছ দিয়ে দেব। ঢাকা দিয়ে রান্না করতে হবে।

  4. 4

    সবজি সেদ্ধ হয়ে গেলে অন্য আর একটি কড়াইতে ১ টেবিল চামচ তেল গরম করে পাঁচফোড়ন, তেজপাতা আর সুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব। এবার তরকারি টা ঢেলে সাতলে নিলেই রেডি পালংশাক এর ঘন্ট।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Pampa Mondal
Pampa Mondal @Pampa_JanaModal
cooking is my passion...
আরও পড়ুন

Similar Recipes