আলুর চপ (Alur chop recipe in Bengali)

SHYAMALI MUKHERJEE
SHYAMALI MUKHERJEE @smcook_19174160
Ranchi

#sampabanerjee
মুড়ি, গরম গরম আলুর চপ সঙ্গে ধোঁয়া ওঠা চা। এ বোধহয় সন্ধ্যায় আমাদের ঘরে ঘরে সমাদৃত। আর তাযদি হয় ঘরে বানানো আলুর চপ তাহলে সন্ধ্যা যেন আরও বেশি উপভোগ্য হয়ে ওঠে। তাই সকলের সাথে তালে তাল মিলিয়ে আমিও আজ ঘরে বানিয়েছি আলুর চপ

আলুর চপ (Alur chop recipe in Bengali)

#sampabanerjee
মুড়ি, গরম গরম আলুর চপ সঙ্গে ধোঁয়া ওঠা চা। এ বোধহয় সন্ধ্যায় আমাদের ঘরে ঘরে সমাদৃত। আর তাযদি হয় ঘরে বানানো আলুর চপ তাহলে সন্ধ্যা যেন আরও বেশি উপভোগ্য হয়ে ওঠে। তাই সকলের সাথে তালে তাল মিলিয়ে আমিও আজ ঘরে বানিয়েছি আলুর চপ

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
4 জন
  1. 4 টিআলু
  2. স্বাদ অনুযায়ীনুন
  3. 1 টুকরোআদা
  4. 1 চা চামচহলুদ গুঁড়ো
  5. 1 চা চামচগোলমরিচ গুঁড়ো
  6. 1 চা চামচলঙ্কা গুঁড়ো
  7. 1 চা চামচভাজা জিরা গুঁড়ো
  8. 1/2 চা চামচগরম মশলা গুঁড়া
  9. 4টেবিল চামচ বেসন
  10. 1/3 চা চামচখাবার সোডা
  11. 1/2 চা চামচমৌরি
  12. 1 চা চামচচাট মশলা
  13. পরিমাণমতোভাজার জন্য তেল

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    আলু সেদ্ধ করে মেখে নিন। আদা জুলিয়ান করে কেটে রাখুন।

  2. 2

    তেল গরম করে আদা দিয়ে তার উপর আলু দিন। চাট মশলা ও মৌরি ছাড়া সব মশলা, নুন মিশিয়ে ভেজে নিন

  3. 3

    বেসন, খাবার সোডা, মৌরি ও নুন দিয়ে গুলে নিন।

  4. 4

    তেল গরম করে নিন। আলু থেকে বড়ার আকারে গড়ে বেসনের গোলায় ডুবিয়ে ভেজে তুলে নিন।

  5. 5

    উপর থেকে চাট মশলা ছড়িয়ে পরিবেশন করুন গরম গরম আলুর চপ

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SHYAMALI MUKHERJEE
SHYAMALI MUKHERJEE @smcook_19174160
Ranchi
রান্না শেখার একটা চেষ্টা করছি মাত্র
আরও পড়ুন

Similar Recipes