বাঙালি আলুর চপ

Flavors by Soumi
Flavors by Soumi @Soumi_Nag
Kolkata

আলুর চপ আর মুড়ি বিকেলের জলখাবারে ভালোবাসে না এরম বাঙালির সংখ্যা কম। তাই দোকানের মতো আলুর চপের রেসিপি রইলো। এবার থেকে আলুর চপ খেতে দোকানে যাওয়ার প্রয়োজন নেই। ঘরেই সহজে বানিয়ে ফেলুন আলুর চপ।

বাঙালি আলুর চপ

আলুর চপ আর মুড়ি বিকেলের জলখাবারে ভালোবাসে না এরম বাঙালির সংখ্যা কম। তাই দোকানের মতো আলুর চপের রেসিপি রইলো। এবার থেকে আলুর চপ খেতে দোকানে যাওয়ার প্রয়োজন নেই। ঘরেই সহজে বানিয়ে ফেলুন আলুর চপ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
2 জন
  1. 1চা চামচআদা-রসুন বাটা
  2. 2টি বড় এর আলু
  3. 1/2 কাপ বেসন
  4. 1টি ছোট পেঁয়াজ কুঁচি
  5. 1 চামচভাজা জিরে গুঁড়ো
  6. 2টি শুকনো লঙ্কা
  7. 1/2 চামচনুন
  8. 1/2 চামচকাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  9. 1/2 চামচহলুদ গুঁড়ো
  10. 1/2 চামচবেকিং সোডা/ খাবার সোডা
  11. 2 কাপরান্নার তেল

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    আলু খোসা সমেত ভালো করে ধুয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিতে হবে। এরপর সব জল ঝরিয়ে নিতে হবে। 2টি শুকনো লংকা তেলে অল্প ভেজে নিয়ে তুলে রাখতে হবে।

  2. 2

    এবার আলুর খোসা ছাড়িয়ে নুন, ভাজা জিরে গুঁড়ো,ধনে পাতা আর ভাজা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে চটকে মেখে নিতে হবে।

  3. 3

    এবার কড়াই এ একটু তেল গরম করে তাতে অল্প গোটা জিরে দিয়ে একটু নেড়ে পেয়াজ কুচি দিয়ে দিতে হবে। পেয়াজ অল্প ভাজা হলে এতে মেখে রাখা আলু সেদ্ধ দিয়ে ভাল করে নেড়ে চেরে সব মিশিয়ে নিতে হবে আলুর মন্ড এর সাথে। এই মিশ্রন নামিয়ে একটু ঠান্ডা হতে দিতে হবে

  4. 4

    এবার অল্প অল্প আলুর মিশ্রণ নিয়ে দুহাতের তালু দিয়ে চ্যাপ্টা চ্যাপ্টা চপ তৈরি করে ওই চপের দুপিঠে শুকনো বেসন লাগিয়ে একটা থালায় রাখতে হবে সব চপ গুলো।

  5. 5

    এবার একটা বাটি তে বেসন,সামান্য নুন, লাল লংকা গুঁড়ো,হলুদ র বেকিং সোডা জলের সাথে মিশিয়ে একটা ঘন ব্যাটার তৈরী করতে হবে।

  6. 6

    এবার কড়াই এ তেল ভাল ভাবে গরম হলে অল্প গরম তেল কড়াই থেকে তুলে ব্যাটার এ ঢালতে হবে এতে চপ গুলি খুব মুচমুচে হবে।

  7. 7

    ব্যাটার এ তেল ভালো করে মিশিয়ে একটা একটা চপ ব্যাটার এ ডুবিয়ে মিডিয়াম হাই আঁচে সোনালী বাদামি করে ভেজে নিলেই আলুর চপ তৈরি হয়ে যাবে। মুড়ির সাথে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Flavors by Soumi
Flavors by Soumi @Soumi_Nag
Kolkata
follow me on instagram @globaldesieats
আরও পড়ুন

Similar Recipes