ডিম ভাপা কেক(dim bhapa cake recipe in bengali)

Swati Ganguly Chatterjee
Swati Ganguly Chatterjee @Swatirrannaghor_2021
Maharashtra

#worldeggchallenge
আমি বনালাম ডিম ভাপা কেক,এই ভাপা ডিমের কেক খেতে দারুণ, আর পুষ্টিগুনে ভরা।

ডিম ভাপা কেক(dim bhapa cake recipe in bengali)

#worldeggchallenge
আমি বনালাম ডিম ভাপা কেক,এই ভাপা ডিমের কেক খেতে দারুণ, আর পুষ্টিগুনে ভরা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০মিনিট
৪জন
  1. ৪-৫ টি ডিম
  2. ১টি পেঁয়াজ কুচি
  3. ১চা চামচ আদা কুচি
  4. ৫-৬ কোয়া রসুন কুচি
  5. ২-৩টি কাঁচা লঙ্কা কুচি
  6. ১টা ক্যাপ্সিকাম কুচি
  7. ১\২কাপ ধনেপাতা কুচি
  8. স্বাদমতো নুন ও চিনি
  9. ১চা চামচ গোলমরিচ গুঁড়ো
  10. ১চা চামচ সর্ষে তেল
  11. ২টেবিল চামচ মাখন

রান্নার নির্দেশ সমূহ

৪০মিনিট
  1. 1

    প্রথমে একটি বাটিতে ডিম ভাল করে ফুটিয়ে নিতে হবে। এবার ওতে সব উপক‍রণ (তেল ও মাখন বাদে) দিয়ে ভাল করে মিশিয়ে নিতে হবে।

  2. 2

    একটি টিফিন বক্সে ভাল করে তেল লাগিয়ে,ডিমের মিশ্রণ ঢেলে, ঢাকনা বন্ধ করে রাখতে হবে।

  3. 3

    কড়াই এ অনেক টা জল গরম করে,ওতে একটা স্ট্যান্ড রেখে,তার উপর টিফিন বক্স টা রেখে ঢাকা দিয়ে ২০ মিনিট ভাপিয়ে নিতে হবে।

  4. 4

    ডিম ভাল করে ভাপে রান্না হয়ে গেলে,একটু ঠান্ডা করে,টিফিন বক্স থেকে বের করে,ত্রিকোণ করে কেটে নিতে হবে।

  5. 5

    প্যানে মাখন গরম করে এই ভাজা ডিমের কেক গুলো,হাল্কা করে দুই পিঠ ভেজে নিতে হবে।

  6. 6

    এই ডিমের কেক প্লেটে সুন্দর করে সাজিয়ে,ধনেপাতার চাটনি ও টমেটো সস দিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Swati Ganguly Chatterjee
Swati Ganguly Chatterjee @Swatirrannaghor_2021
Maharashtra
Ranna korte bhalo lage,natun ranna shikte ichha kore.My YouTube channelhttps://youtube.com/channel/UCZu1MBiyFIOuxczJY13gUUQ
আরও পড়ুন

Similar Recipes