মুচমুচে ও খাস্তা বেগুনি (Beguni recipe in Bengali)

Sarmistha Dasgupta
Sarmistha Dasgupta @cook_27177071

#GA4
#week12
আমি এর ধাঁধা থেকে বেঁচে নিয়েছি বেসন।এটি বানানো সব চেয়ে সহজ আর খুবই কম সময়ে করা যায়। ভাত ডাল দিয়ে দুপুরে খাওয়া যায়,আবার সন্ধ্যে মুড়ি দিয়ে দারুণ লাগে।ছোট ,বড় সবাই খেতে পারে এটি।লোভনীয় পদ একটি।

মুচমুচে ও খাস্তা বেগুনি (Beguni recipe in Bengali)

#GA4
#week12
আমি এর ধাঁধা থেকে বেঁচে নিয়েছি বেসন।এটি বানানো সব চেয়ে সহজ আর খুবই কম সময়ে করা যায়। ভাত ডাল দিয়ে দুপুরে খাওয়া যায়,আবার সন্ধ্যে মুড়ি দিয়ে দারুণ লাগে।ছোট ,বড় সবাই খেতে পারে এটি।লোভনীয় পদ একটি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
৫জনের জন্য
  1. ১টি বড় মাপের বেগুন
  2. ২কাপবেসন
  3. ১চা চামচনুন
  4. ১চা চামচহলুদ গুঁড়ো
  5. 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো
  6. ১চা চামচকালো জিরে
  7. 1/2 চা চামচবেকিংপউদার
  8. পরিমান মতোসাদাতেল
  9. ১কাপ( ছোট কাপের) জল
  10. প্রয়োজন অনুযায়ীধনেপাতা সাজানোর জন্য

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    প্রথমে বেগুন টি ভালো করে ধুয়ে লম্বা লম্বা করে কেটে নিতে হবে

  2. 2

    তারপর একটি পাত্রে বেসন নিতে হবে নুন,হলুদ,লংকাগুর কালোজিরে,দিয়ে ভালো করে হাত দিয়ে মিক্স করে নিতে হবে

  3. 3

    অল্প একটু বেকিং পাউডার মিশিয়ে পরিমাণ মতো জল দিয়ে বেটার টি ভালো করে ফেটাতে হবে যত ক্ষণ না গারো হচ্ছে,

  4. 4

    ফেটানো হয়ে গেলে,করাই তে তেল গরম করতে দিতে হবে,তেল গরম হয় গেলে পিস করে কাটা বেগুন গুলো ১টি ১টি করে ওই বেসন এরবেটারে ডুবিয়ে গরম তেলে ছারতে হবে,

  5. 5

    গ্যাস টা হালকা করে ভাজতে হবে যাতে বেশি পুড়ে না যায়, একদিক টা হয়ে গেলে উল্টে দিয়ে অন্য দিক টা ভাজা হয় গেলেই বেশ রেডি গরম গরম খাস্তা বেগুনী।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sarmistha Dasgupta
Sarmistha Dasgupta @cook_27177071

Similar Recipes