বেগুনি (Beguni recipe in Bengali)

Nibedita Das
Nibedita Das @Nibe
Panskura

#GA4
#week12
এই সপ্তাহের ধাঁধা থেকে আমি ব্যাসন বেছে নিয়েছি।
ব্যাসন দিয়ে বেগুনী যা সবার খুবই প্রিয় আর খুব সুসবাধু একটি পদ।

বেগুনি (Beguni recipe in Bengali)

#GA4
#week12
এই সপ্তাহের ধাঁধা থেকে আমি ব্যাসন বেছে নিয়েছি।
ব্যাসন দিয়ে বেগুনী যা সবার খুবই প্রিয় আর খুব সুসবাধু একটি পদ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৩ জন
  1. ১০০ গ্রাম বেসন
  2. স্বাদমতোলবণ
  3. ১/২ চা চামচহলুদ
  4. ১ চিমটে সাদা জিরে
  5. ১ চিমটে কালো জিরা
  6. ১/২ চা চামচ বেকিং সোডা
  7. ২৫০গ্রামবেগুন
  8. ২০০ গ্রামরিফাইন তেল
  9. পরিমান মতোজল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    একটি বাটিতে ব্যাসন, লবণ, হলুদ, জিরে, কালো জিরে, সোডা মিশিয়ে নিতে হবে। পরিমাণ মতো জল দিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে।

  2. 2

    বেগুন গুলোকে পাতলা পাতলা করে কেটে নিতে হবে।

  3. 3

    কড়াই তে তেল দিয়ে তেল গরম হলে ওর মধ্যে বেগুন গুলি ব্যাটারে ডুবিয়ে নিয়ে তেলে ছাড়তে হবে।

  4. 4

    এক দিক ভালো করে ভাজা হলে অপর দিকে ভেজে নিতে হবে। একদম সোনালী মুচমুচে করে ভেজে নিতে হবে।

  5. 5

    এইভাবে সমস্ত বেগুনের পিস গুলো ভেজে নিতে হবে। আমারা গরম গরম বেগুনী চা, মুড়ি, ভাতের সাথে পরিবেশন করব।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nibedita Das
Panskura
আমি রান্না ভালোবাসি
আরও পড়ুন

Similar Recipes