বেগুনি (beguni recipe in Bengali)

Rama Das Karar
Rama Das Karar @hata_khunti_
Kolkata

#monsoon2020
বর্ষণমুখর সন্ধ্যা বেলায় মুড়ি গরম বেগুনি আর আদা চা দিয়ে জলযোগ প্রতিটি বাঙালি করে থাকেন।

বেগুনি (beguni recipe in Bengali)

#monsoon2020
বর্ষণমুখর সন্ধ্যা বেলায় মুড়ি গরম বেগুনি আর আদা চা দিয়ে জলযোগ প্রতিটি বাঙালি করে থাকেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট
২ জন
  1. ১/২ কাপ বেসন
  2. ১ চা চামচ চালের গুঁড়ো
  3. স্বাদ মতনুন
  4. ১ চা চামচকালো জিরে
  5. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  6. প্রয়োজন অনুযায়ীভাজার জন্য সরিষার তেল
  7. ১/২ খানা বেগুন

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট
  1. 1

    একটা বাটিতে বেসন চালের গুঁড়ো নুন হলুদ গুঁড়ো কালোজিরে একসাথে মিশিয়ে,ফেটিয়ে একটা একটু মোটা ব্যাটর তৈরি করে রাখতে হবে। ১৫ মিনিট রেখে দিতে হবে।

  2. 2

    বেগুন পাতলা করে কেটে নিতে হবে। বেগুনের পাতলা পিস গুলো ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে।

  3. 3

    কড়াই তেল গরম করে নিতে হবে। গ্যাসের আজ সিমে টু মিডিয়াম করে একটা করে বেগুনের পিস ব্যাটার এ ডুবিয়ে লালচে ব্রাউন করে ভেজে নিতে হবে কম আছে। খুব বেশি আছে বাইরেটা পুড়ে যেতে পারে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rama Das Karar
Rama Das Karar @hata_khunti_
Kolkata

Similar Recipes