চিঁড়ের পোলাও (chirer pulao recipe in Bengali)

Subhra Sen Sarma
Subhra Sen Sarma @cook_26940124

#স্মলবাইটস

চিঁড়ের পোলাও (chirer pulao recipe in Bengali)

#স্মলবাইটস

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

25 মিনিট
3 জনের
  1. 200 গ্রামচিঁড়ে
  2. 1 টাগাজর কুচি
  3. 1 টাক‍্যাফসিকাম কুচি
  4. 2-3 চা চামচঘি
  5. 7-8 টাকাজু
  6. প্রয়োজন অনুযায়ী কিসমিস
  7. 4-5 টাগোটা কাঁচা লঙ্কা
  8. 1 চা চামচ ঘরে তৈরি আদা গুঁড়ো
  9. 1চিমটে হলুদ গুঁড়ো
  10. ফোঁড়নের জন‍্য👇
  11. 3 টেএলাচ
  12. 3 টেলবঙ্গ
  13. 1 টুকরোদারচিনি
  14. 2 টোতেজপাতা
  15. 1/2 চা চামচগরম মশলা গুঁড়ো
  16. স্বাদ মতো নুন ও চিনি
  17. 2 চা চামচগোলাপ জল
  18. 2-3 টেবিল চামচসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

25 মিনিট
  1. 1

    সব হাতের কাছে গোছ করে নিলাম

  2. 2

    কড়াইয়ে 1চামচ ঘি ও 2 চামচ সাদাতেল গরম করে তেজপাতা,লবঙ্গ দারচিনি,এলাচ ফোরন দিতে হবে,তারপর আদা গুরো দিয়ে নেরে চেরে নিতে হবে।

  3. 3

    এবার কাজু হাল্কা ভেজে তুলে রাখতে হবে। ওই তেলে ক‍্যাপসিকাম,গাজর সতে করে নিতে হবে।

  4. 4

    আগে থেকে চিঁড়ে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে।এবার চিঁড়ে,আরো 2 চামচ ঘি,গোটাকাঁচালঙ্কা গরম মশলা গুরো দিয়ে 2,3 মিনিট নেড়ে নিতে হবে।

  5. 5

    সবশেষে গোলাপ জল ছরিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন চিঁড়ের পোলাও।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Subhra Sen Sarma
Subhra Sen Sarma @cook_26940124

Similar Recipes