ড্রাইফ্রুটস হানি সিনামন রোল (Dry fruit honey cinnamon roll recipe in Bengali)

Shilpi Mitra
Shilpi Mitra @shilpilicious
Kolkata

#CookpadTurns4
#cookwithdryfruits
এটি খুব টেস্টি আর হেল্দি রেসিপি , সিনামনে এ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি আছে আর ব্লাড সুগারের লেবেল কম করে । ড্রাইফ্রুটে প্রচুর ফাইবার থাকে তাই ডাইজেস্টিভ সিস্টেম ঠিক রাখে । বাচ্ছা ও বড় সবার খুব পছন্দের রেসিপি ।

ড্রাইফ্রুটস হানি সিনামন রোল (Dry fruit honey cinnamon roll recipe in Bengali)

#CookpadTurns4
#cookwithdryfruits
এটি খুব টেস্টি আর হেল্দি রেসিপি , সিনামনে এ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি আছে আর ব্লাড সুগারের লেবেল কম করে । ড্রাইফ্রুটে প্রচুর ফাইবার থাকে তাই ডাইজেস্টিভ সিস্টেম ঠিক রাখে । বাচ্ছা ও বড় সবার খুব পছন্দের রেসিপি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
4 জনের
  1. ডো এর জন্য ----
  2. 1 কাপময়দা
  3. 2 টেবল চামচগুঁড়ো দুধ
  4. 2 চামচচিনি
  5. স্বাদ মতনুন
  6. 1 টেবল চামচবাটার / মাখন
  7. ঈস্ট মিক্সারের জন্য ----
  8. 1 চা চামচঈস্ট
  9. 1 চামচচিনি
  10. 1/4 কাপঈষৎ গরম দুধ
  11. ড্রাই ফ্রুট ফিলিং এর জন্য----
  12. 1/4 চা চামচসিনামন পাউডার
  13. 1 চা চামচহানি
  14. 1 চা চামচমেল্টেড বাটার
  15. পরিমানমতোকাজু
  16. পরিমাণ মতোআমন্ড
  17. প্রয়োজন অনুযায়ীস্ট্রবেরী
  18. পরিমান মতোআখরোট
  19. প্রয়োজন অনুযায়ীকিসমিস
  20. পরিমান মতোব্লুবেরী
  21. প্রয়োজন অনুযায়ীক্র্যানবেরী
  22. প্রয়োজন অনুযায়ীট্রুটি ফ্রুটি

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    সব উপকরন এক জায়গায় নিতে হবে ।

  2. 2

    ড্রাই ফ্রুট কুচিয়ে নিয়ে চিনি গুঁড়ো করে নিতে হবে । মেল্টেড বাটার, সিনামন পাউডার আর হানি মিশিয়ে রাখতে হবে ।

  3. 3

    ঈষৎ গরম দুধে চিনি আর ইস্ট মিশিয়ে এ্যাকটিভেট করার জন্য গরম জায়গায় রাখতে হবে ।

  4. 4

    এবার একটা পাত্রে ময়দা, গুঁড়ো চিনি, নুন, গুঁড়ো দুধ একসাথে মিশিয়ে বাটার দিয়ে মেখে নিতে হবে ।

  5. 5

    এবার বাটার মেশানো ময়দার মিশ্রনে এ্যাকটিভেটেড ইস্টের দুধটা অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে ।

  6. 6

    এবার পাত্রটা ঢাকা দিয়ে রাখতে হবে যতক্ষন না ডো আকারে ডবল হয়ে যায় । ডো ডবল আকার নিয়ে নেওয়ার পর ওয়ার্ক সারফেসে ময়দা ডাস্ট করে ভাল করে মেখে নিতে হবে ।

  7. 7

    এবার মাখা ময়দাটা পাতলা করে বেলে নিতে হবে ।

  8. 8

    এবার সিনামন পাউডার, হানি আর মেল্টেড বাটারের মিশ্রনটা উপর থেকে সিলিকন ব্রাস দিয়ে মাখিয়ে ড্রাই ফ্রুট গুলো ছড়িয়ে দিয়ে হাত দিয়ে চেপে চেপে দিতে হবে ।

  9. 9

    এরপর ধীরে ধীরে টাইট করে রোল করে নিতে হবে ।

  10. 10

    সমান মাপে আট টুকরো করে গ্রীজ করা বেকিং ট্রের উপর রেখে দুধ ব্রাস করে দিতে হবে ।

  11. 11

    এবার মাইক্রোওভেনের কনভেকশান মোডে গিয়ছ 170℃ এ প্রিহিট করে লো র‍্যাকে বেকিং ট্রে রাখতে হবে ।

  12. 12

    20 মিনিট টাইম সেট করে বেক করে নিতে হবে ।

  13. 13

    রুম টেম্পারেচারে আসলে সার্ভ করতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shilpi Mitra
Shilpi Mitra @shilpilicious
Kolkata

Similar Recipes