নো ইস্ট সিনামন রোল(No yeast cinnamon roll recipe in Bengali)

Jyoti Santra
Jyoti Santra @Jyoti1996
Antisara, Hooghly

#NoOvenBaking
নেহা ম্যামের থেকে শিখে আমি নিজেও বানিয়ে ফেললাম সিনামোন রোল।যেটা বাচ্চা থেকে বড়ো সবার খুব পছন্দের।

নো ইস্ট সিনামন রোল(No yeast cinnamon roll recipe in Bengali)

#NoOvenBaking
নেহা ম্যামের থেকে শিখে আমি নিজেও বানিয়ে ফেললাম সিনামোন রোল।যেটা বাচ্চা থেকে বড়ো সবার খুব পছন্দের।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫মিনিট
৩জনের জন্য
  1. ১কাপ+২টেবিল চামচ ময়দা
  2. ১/৪টেবিল চামচ বেকিং সোডা
  3. ৩/৪টেবিল চামচ বেকিং পাউডার
  4. ৩টেবিল চামচ গলানো মাখন
  5. ২টেবিল চামচ চিনি গুঁড়ো
  6. স্বাদ অনুযায়ীনুন
  7. ১/৪কাপ+১টেবিল চামচ দুধ
  8. ১চা চামচ ভিনেগার
  9. ফিলিং এর জন্য-
  10. ২টেবিল চামচ চিনি গুঁড়ো
  11. ২টেবিল চামচ মাখন
  12. ১চা চামচ দারুচিনি গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

৪৫মিনিট
  1. 1

    প্রথমে একটা কাপে দুধ ও ভিনিগার মিশিয়ে নিতে হবে।

  2. 2

    এবার একটা পাত্রে ডো বানানোর সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ওর মধ্যে অল্প অল্প করে ভিনিগার মিশানো দুধ দিয়ে মেখে নিয়ে ১৫মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে।

  3. 3

    এবার একটা বাটিতে চিনি গুঁড়ো,মাখন ও দারচিনি গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে।

  4. 4

    এবার ঐ ডো টাকে বেলনির সাহায্যে চৌকো করে বেলে নিয়ে ওর মধ্যে ঐ পেস্ট টাকে দিয়ে ভালোভাবে চাড়িয়ে নিয়ে বুক ফোল্ড করে নিয়ে ওটা থেকে ছুরির সাহায্যে কয়েকটি টুকরো করে নিতে হবে।

  5. 5

    এবার একটা টুকরো নিয়ে ওটাকে ছুরির সাহায্যে দুই ভাগ করে বিনুনি করে দুই প্রান্তকে একসাথে জুড়ে দিতে হবে।একই ভাবে বাকি গুলো করে নিতে হবে।

  6. 6

    এবার একটা কড়াইতে কিছুটা নুন দিয়ে ওর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে ওর উপরে একটা থালা বসিয়ে ১০মিনিট প্রিহিট করে নিতে হবে।

  7. 7

    এবার ঐ থালার উপরে একটু মাখন ব্রাশ করে আগে থেকে বানানো রোল গুলো দিয়ে ২০-২৫ মিনিট বেক ক্যলেই রেডি।গরম গরম পরিবেশন করুন নঝ ইস্ট সিনামোন রোল।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jyoti Santra
Jyoti Santra @Jyoti1996
Antisara, Hooghly

Similar Recipes