পটেটো চিকেন দম বিরিয়ানি (potato chicken dum biryani recipe in Bengali)

Prasadi Debnath
Prasadi Debnath @cook_16030395
Murarai, Birbhum

পটেটো চিকেন দম বিরিয়ানি (potato chicken dum biryani recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘন্টা
8 জন
  1. 8 টাচিকেন লেগপিস+কয়েক টুকরো ছোট চিকেন।
  2. 1.2কেজি বাসমতি চাল
  3. প্রয়োজন মতগোটা গরম মশলা
  4. 8 টাপেঁয়াজ কুচি
  5. 2 টোটমেটো কুচি
  6. 2টেবিল চামচ আদা বাটা
  7. 2টেবিল চামচ রসুন বাটা
  8. 1টেবিল চামচ জিরে গুঁড়ো
  9. 1টেবিল চামচ ধনে গুঁড়ো
  10. 1 চা চামচহলুদ গুঁড়ো
  11. 2টেবিল চামচ লঙ্কা গুঁড়ো
  12. 1 চা চামচকাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  13. 3টেবিল চামচ টকদই
  14. প্রয়োজন মতসর্ষের তেল
  15. 1/2 চা চামচবিরিয়ানি মশলা
  16. 1/2 চা চামচশাহী গরম মশলা
  17. স্বাদ মত লবণ
  18. বিরিয়ানির জন্য
  19. 8 টুকরোআলু অল্প হলুদ ও নুন মাখিয়ে ভেজে নিতে হবে।
  20. 1.2কেজি বাসমতী ছাল
  21. প্রয়োজন মতঘি
  22. পরিমাণ মতগোটা গরম মশলা
  23. প্রয়োজন মত বিরিয়ানি মশলা
  24. প্রয়োজন মত শাহী গরম মশলা
  25. 2 চা চামচগোলাপ জল
  26. 2 চা চামচকেওড়া জল
  27. 4 ফোঁটামিঠা আতর
  28. প্রয়োজন মত পেঁয়াজ বেরেস্তা
  29. স্বাদ মতলবণ
  30. পরিমাণ মত তেজপাতা
  31. 1 কাপদুধ
  32. পরিমাণ মতকেশর/বা কেশর ফুড কালার

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্টা
  1. 1

    প্রথমে চাল টা ভালো করে ধুয়ে ভিজিয়ে এক ঘন্টা রাখতে হবে

  2. 2

    চিকেনের মধ্যে নুন আর গোটা গরম মশলা বাদে সমস্ত মশলা, টকদই দিয়ে চিকেন টা ম্যারিনেট করে রাখতে হবে এক ঘন্টা।

  3. 3

    তার পর গ্যাসে জল বসিয়ে তার মধ্যে গোটা গরম মশলা আর স্বাদ মতো নুন এক চা চামচ সাদা তেল দিয়ে জলটা ফুটতে দিতে হবে।

  4. 4

    জল টা ফুটে উঠলে তার মধ্যে জল ঝরিয়ে চাল টা দিয়ে 80% সেদ্দ করে নিয়ে জল ঝরিয়ে রাখতে হবে।

  5. 5

    কড়াইয়ে তেল গরম করে গোটা গরম মশলা ফোরন দিয়ে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে ওর মধ্যে টমেটো কুচি আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।

  6. 6

    এবার একটা বিরিয়ানি পাত্রে ঘি মাখিয়ে নিয়ে তার মধ্যে কয়েকটি তেজপাতা বিছিয়ে দিয়ে একটা ভাতের লেয়ার দিয়ে তার ওপরে একটু ঘি ছরিয়ে দিয়ে তার পর বেরেস্তা দিয়ে তার পর বিরিয়ানি মশলা আর শাহি গরম মশলা ছরিয়ে তার ওপরে কষা চিকেন আর ভেজে রাখা আলুর টুকরো দিয়ে তার ওপর আবারও ভাতের লেয়ার এই ভাবে তিনটি লেয়ার সাজিয়ে নিতে হবে।একদম ওপরে গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর দিয়ে সব শেষে দুধে গোলা জাফরান বা ফুডকালার দিয়ে দিতে হবে। আমি এখানে কয়েকটি চেরা কাঁচা লঙ্কা ও ব্যবহার করেছি।

  7. 7

    এবার গ্যাস এ একটা তাওয়া বসিয়ে লো আঁচে10 মিনিট গরম করে নিতে হবে।

  8. 8

    বিরিয়ানির হাঁড়ির মুখ টা একটু মাখা আটা দিয়ে বন্ধ করে দিতে হবে।

  9. 9

    তার পর তাওয়ার ওপরে বসিয়ে লো আঁচে দমে দিতে হবে প্রায় চল্লিশ মিনিট। গ্যাস বন্ধ করে তার পর পনের মিনিট মতো অপেক্ষা করে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Prasadi Debnath
Prasadi Debnath @cook_16030395
Murarai, Birbhum

Similar Recipes