বাঁধাকপির ছ্যাঁচড়া(Badhakopir chachra recipe in bengali)

Moumita Kundu
Moumita Kundu @moumita_13

#গল্পকথা
#শীতকালীন সব্জী
শীতকাল মানেই প্রথমেই মনে পড়ে কপির কথা। আমি আজ মাছের মাথা দিয়ে বাঁধাকপির ছ্যাচড়া করেছি।

বাঁধাকপির ছ্যাঁচড়া(Badhakopir chachra recipe in bengali)

#গল্পকথা
#শীতকালীন সব্জী
শীতকাল মানেই প্রথমেই মনে পড়ে কপির কথা। আমি আজ মাছের মাথা দিয়ে বাঁধাকপির ছ্যাচড়া করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
৩ জন
  1. ১ টা ছোট বাঁধাকপি কুচিয়ে নিয়েছি।
  2. ১ টা মাঝারি মাপের আলু ছোট টুকরো করে কেটে নিয়েছি।
  3. ১ টা মাঝারি মাপের পিয়াজ কুচি করে নিয়েছি।
  4. ১ টারুই মাছের মুড়ো ১/২ করে কেটে নিয়েছি।
  5. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  6. ১/২ চা চামচ জিরে গুঁড়ো
  7. ১/২ চা চামচ আদা রসুন বাটা
  8. ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো
  9. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  10. ১/৪ চা চামচ ঘি
  11. ১ টা তেজপাতা
  12. ১ চিমটি জিরে

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    প্রথমে বাঁধাকপি টা একটু ভাপিয়ে নিয়েছি।

  2. 2

    এবার কড়ায়ে তেল দিয়ে মুড়ো টা ভেজে নিয়েছি

  3. 3

    এবার ওই তেলের মধ্যে আলু গুলো ভালো করে ভেজে তুলে নিয়েছি।এবার ফোড়ন এর মশলা দিয়ে তাতে পিয়াজ কুচি দিয়ে ভেজে নিয়েছি।

  4. 4

    তারপর একে একে সব মশলা দিয়ে একটু কষে নিয়ে তাতে আলু গুলো দিয়ে দিয়েছি।

  5. 5

    এবার আলু দিয়ে কষে নিয়ে তাতে ভাপিয়ে রাখা বাঁধাকপি টা দিয়ে ভালো করে কষে নিয়ে চাপা দিয়ে দিয়েছি আলু গুলো একটু সেদ্ধ হওয়ার জন্য।

  6. 6

    এবার জল টা শুকিয়ে এলে তাতে ওই ভেজে রাখা মুড়ো গুলো ভেঙে দিয়ে দিয়েছি।

  7. 7

    সব শেষে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Moumita Kundu
Moumita Kundu @moumita_13

Similar Recipes