আলু মটরশুঁটি তে বাঁধাকপির ঘন্ট (bandhakopi ghonto recipe in Bengali)

Maya Roy
Maya Roy @cook_27819259
Siliguri

#উত্তরবাংলার রান্নাঘর
#সব্জী
বাঙালীর একটি প্রিয় রেসিপি বাঁধাকপির ঘন্ট যা ভাত, খিচুড়ি,রুটি বা লুচি সব কিছুর সাথেই ভালো লাগে.

আলু মটরশুঁটি তে বাঁধাকপির ঘন্ট (bandhakopi ghonto recipe in Bengali)

#উত্তরবাংলার রান্নাঘর
#সব্জী
বাঙালীর একটি প্রিয় রেসিপি বাঁধাকপির ঘন্ট যা ভাত, খিচুড়ি,রুটি বা লুচি সব কিছুর সাথেই ভালো লাগে.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৩-৪
  1. ১/২ বাঁধাকপি
  2. ২ টা বড় আলু
  3. ৭-৮ টা মটরশুঁটি
  4. ১ চা চামচ হলুদ গুঁড়া
  5. ১/২ চা চামচ সাদা জিরা
  6. ১ টা তেজপাতা
  7. ১ চা চামচ আদা বাটা
  8. ১ চা চামচ জিরা গুঁড়ো
  9. ১/২ চা চামচ ধনে গুঁড়ো
  10. ১/২ চা চামচ কাঁচা লঙ্কা বাটা
  11. ৩ টা কাঁচা লঙ্কা চিরে রাখা
  12. ১/২ চা চামচ ছোট এলাচি গুঁড়ো
  13. ১/২ চা চামচ দারচিনি গুঁড়ো
  14. ১ চা চামচ ঘি
  15. ৩-৪ চা চামচ সর্ষের তেল
  16. ১/২ চা চামচ চিনি
  17. স্বাদ অনুযায়ী লবণ

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    বাঁধাকপি কুচি করে ধুয়ে নিতে হবে. আলু ছোট টুকরো করে কড়াইয়ে তেল গরম করে ভেজে তুলে নিতে হবে.

  2. 2

    বাকি তেলে তেজপাতা ও সাদা জিরা ফোড়ন দিয়ে এতে আদা বাটা, জিরা গুঁড়ো, লঙ্কা বাটা, ধনে গুঁড়ো ও চিনি দিয়ে ভেজে সামান্য জল দিয়ে কষিয়ে নিতে হবে. মসলা থেকে তেল বের হলে এতে ভাজা আলু ও কেটে রাখা বাঁধাকপি দিয়ে, হলুদ গুঁড়ো, চিরে রাখা কাঁচা লঙ্কা, মটরশুঁটির দানা ও লবণ দিয়ে মসলার সাথে মিশিয়ে নিতে হবে.

  3. 3

    বাঁধা কপি থেকে জল বেরিয়ে এলে কম আঁচে ঢাকা দিয়ে রাখতে হবে. মাঝে মাঝে নাড়াতে হবে. প্রয়োজন হলে বা বাঁধাকপি সেদ্ধ না হলে আধা কাপ জল দিয়ে নাড়িয়ে নিতে হবে. জল টেনে আঁঠালো হলে এলাচি গুঁড়ো, দারচিনি গুঁড়ো ও ঘী মিশিয়ে নামিয়ে পরিবেশন করতে হবে.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Maya Roy
Maya Roy @cook_27819259
Siliguri

মন্তব্যগুলি (2)

Similar Recipes