ব্রাউনি উইথ আইসক্রিম (brownie with ice cream recipe in Bengali)

Dipanwita Roy
Dipanwita Roy @cook_26622482

#CCC

Browni with Icecream ( Served in a hot sizzling plate)

ব্রাউনি উইথ আইসক্রিম (brownie with ice cream recipe in Bengali)

#CCC

Browni with Icecream ( Served in a hot sizzling plate)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
২ জনের জন্য
  1. ১টা ডার্ক চকোলেট (ডেয়ারী মিল্ক)
  2. ২ চা চামচ কোকো পাওডার
  3. ৫০ গ্রাম বাটার
  4. ৫০ গ্রাম চিনি
  5. ১ কাপ দুধ
  6. প্রয়োজন অনুযায়ী মিল্ক মেড
  7. ১/২ কাপ ময়দা
  8. ৫০ গ্রাম আখরোট
  9. পরিমাণ মতো বেকিং পাওডার ও বেকিং সোডা

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    প্রথমে চকোলেট ও বাটার একসাথে করে ওভেনে একটি পাত্রে বসাতে হবে । একটা চামচ দিয়ে নাড়তে হবে । সম্পুর্ণ মেল্ট হলে নামিয়ে রেখে দিতে হবে।

  2. 2

    তার পর সব একে একে চিনি, মিল্ক মেড, দুধ দিয়ে মেশাতে হবে । তারপর ময়দা কোকো পাওডার দিয়ে মেশাতে হবে । এবারে ১ চামচ বেকিং পাওডার ও ১/২ চামচ বেকিং সোডা দিয়ে ভালোকরে মেশাতে হবে।আখরোট দিতে হবে মিশ্রনে ।

  3. 3

    এবারে যে পাত্রে বসাবে কেক টা সেটাতে বাটার লাগিয়ে নিয়ে একটু ময়দা ছরিয়ে দিতে হবে । ময়দা পাত্রের গায়ে লেগে যাবার পর বাকিটা ঝেড়ে ফেলতে হবে। এবারে মিশ্রনটা ঢেলে দিতে হবে পাত্রে ।ও বেক করতে হবে । ৪০ মিনিট পর তৈরী হবে ব্রাউনি ।এবারে আমি কেক টা কে স্কয়ার করে কেটে একটি হট সিজলার প্লেটে রেখেছি ও পাশে রেখেছি ভেনিলা আইসক্রিম ২ স্কুপ। ওপরে দিয়েছি চকলেট সস্ । অসাধারন টেস্টি একটি খ্রীস্টমাস কেক রেসিপি । সবাই আমার এই রেসিপিটি তৈরী করুন ও খ্রীস্টমাস এনজয় করুন ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Dipanwita Roy
Dipanwita Roy @cook_26622482

Similar Recipes