চকলেট অরেঞ্জ কেক (chocolate orange cake recipe in bengali)

Baby Bhattacharya
Baby Bhattacharya @babybhattacharya

#CCC
আমি একটু অন্য ভাবে এবার কেক তৈরী করে ক্রিসমাস পালন করলাম ।খেতে অপূর্ব হয়েছিল । যদি ভালো লাগে তো বন্ধুরা তোমরাও তৈরী করে দেখতে পারো ।

চকলেট অরেঞ্জ কেক (chocolate orange cake recipe in bengali)

#CCC
আমি একটু অন্য ভাবে এবার কেক তৈরী করে ক্রিসমাস পালন করলাম ।খেতে অপূর্ব হয়েছিল । যদি ভালো লাগে তো বন্ধুরা তোমরাও তৈরী করে দেখতে পারো ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
4 সারভিংস
  1. 1 কাপময়দা
  2. 1টেবিল চামচ বেকিং পাউডার
  3. 4টেবিল চামচ কোকো পাউডার
  4. 1/4টেবিল চামচ অরেঞ্জ খোসা গ্রেড
  5. 1টেবিল চামচ আদা গ্রেড
  6. 1/2 কাপকাপ টকদই
  7. 1/4 কাপঅরেঞ্জ জুস
  8. 3/4 কাপব্রাউন সুগার
  9. 1টেবিল চামচ ভ্যানিলা এসেন্স
  10. 2টেবিল চামচ লিকুইড দুধ
  11. 6টেবিল চামচ ক্রিম
  12. 1 টাচেরি
  13. প্রয়োজন অনুযায়ীকালারফুল স্প্রিঙ্কল

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    একটা পাত্রে অরেঞ্জ জুস, টকদই, ভ্যানিলা এসেন্স, ব্রাউন সুগার 2 মিনিট ফেটিয়ে নিতে হবে ।

  2. 2

    ময়দা, বেকিং পাউডার, কোকো পাউডার ছাঁকনি তে চেলে একটা পাত্রে নিতে হবে ।

  3. 3

    অরেঞ্জ জুসের মিশ্রণে অল্প অল্প করে মিশ্রিত ময়দা দিয়ে স্পেচুলার সাহায্যে আলতো ভাবে হাঁপ রাউন্ড করে মাঝে কেটে মিশিয়ে নিতে হবে ।

  4. 4

    অরেঞ্জ গ্রেড করা খোসা, গ্রেড করা আদা দিয়ে মিশিয়ে নিতে হবে ।

  5. 5

    প্রয়োজনে লিকুইড দুধ দিতে হবে । ব্যটার ঘন হলে ।

  6. 6

    কেক পাত্রে সামান্য তেল ব্রাশ করে অল্প ময়দা ছড়িয়ে বাটিতে মাখিয়ে নিতে হবে ।

  7. 7

    তৈরি করা ব্যটার ঢেলে দিতে হবে । বাটি একটু ট্যাপ করে নিতে হবে ।

  8. 8

    ওভেনে কড়াইতে 1 কাপ নুন দিয়ে ঢাকা দিয়ে হাই ফ্লেমে 4/5 মিনিট গরম করতে হবে ।

  9. 9

    4/5 মিনিট পর কড়াই এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে তার ওপর পাত্র টা বসিয়ে দিতে হবে ।

  10. 10

    1 মিনিট হাই ফ্লেমে গরম করে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখতে হবে ।

  11. 11

    30 মিনিট পর স্টিক দিয়ে দেখে নিতে হবে । হয়ে গেলে নামিয়ে নিতে হবে ।

  12. 12

    ঠান্ডা হলে উপরে ক্রিম দিয়ে সাজিয়ে উপরে সামান্য কালারফুল প্রিঙ্কেল দিতে হবে।

  13. 13

    কেকের মাঝখানে সামান্য অরেঞ্জ পাল্প দিয়ে চারিদিকে ক্রিম দিয়ে চেরি সরু সরু করে কেটে সাজিয়ে দিতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Baby Bhattacharya
Baby Bhattacharya @babybhattacharya

Similar Recipes