চিকেন তন্দুরি (Chicken tandoori recipe in Bengali)

Anushree Das Biswas
Anushree Das Biswas @cook_0107


তন্দুরি খেতে আমরা কম বেশি সবাই ভালোবাসি আর শীতে গরম কফি র সাথে , আড্ডা দিতে দিতে বেশ ভালই লাগে এই তন্দুরি।

চিকেন তন্দুরি (Chicken tandoori recipe in Bengali)


তন্দুরি খেতে আমরা কম বেশি সবাই ভালোবাসি আর শীতে গরম কফি র সাথে , আড্ডা দিতে দিতে বেশ ভালই লাগে এই তন্দুরি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫মিনিট
  1. ৫০০গ্রাম চিকেন
  2. ২টেবিল চামচ দই (হাং কার্ড)
  3. ২চা চামচ সর্ষের তেল
  4. ১.৫ চা চামচ ধনে গুঁড়ো
  5. ৩/৪চা চামচ জিরে গুঁড়ো
  6. ৩/৪ চা চামচ হলুদ গুঁড়ো
  7. ১চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  8. ১/২ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো
  9. ১.৫ চা চামচ রসুন বাটা
  10. ৩/৪চা চামচ আদা বাটা
  11. স্বাদ মতনুন
  12. পরিমাণ মত লেবুর রস
  13. ৩/৪চা চামচ গরম মসলা গুঁড়ো
  14. ১টেবিল চামচ মাখন

রান্নার নির্দেশ সমূহ

১৫মিনিট
  1. 1

    ২ চিকেন জৈন্তেড লেগ থেকে আমি ৬পিস করেছি।

  2. 2

    একটি পাত্রে চিকেন পিস o সমস্ত মসলা,তেল দিয়ে ভালো করে মেখে ১৪ঘণ্টা ম্যারিনেট করেছি।খুব তারা থাকলে ১ঘণ্টা ম্যারিনেট করলেও চলবে।

  3. 3

    আমি কোনো কলার বা তন্দুরি মসলা ব্যবহার করি নি।কাঠকয়লা ছিল না বলে কয়লা র ধোঁয়া দিতে পারিনি।

  4. 4

    এবার ফ্রাইং প্যান গরম করে তাতে মাখন দিয়েছি। ইন্ডাকশন স্টোভ এ গ্রিল মডে ১৮০° তে চিকেন পিস গুলো প্যান এ সাজিয়ে ৪মিনিট রান্না করেছি একেক সাইডে।

  5. 5

    চিকেন র গায়ে লাল লাল দাগ দেখা দিলে টেম্পারেচার কমিয়ে ১৬০°করে ঢাকা দিয়ে আরো ৫-৬ মিনিট রান্না করেছি ।এই ৫-৬ মিনিটের মধ্যে একবার উল্টেও দিয়েছি আর মাখন ব্রাশ করেছি।

  6. 6

    তন্দুরি r রং ধরে গেলে ও চিকেন কুক হয়ে গেলে সার্ভিং প্লেটে কাঁচা পেয়াঁজ,লঙ্কা o লেবু র সাথে পরিবেশন করেছি সাথে ছিল ধনে পুদিনার চাটনি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Anushree Das Biswas

Similar Recipes