ভেজিটেবল রোল (vegetables roll recipe in Bengali)

Khaleda Akther
Khaleda Akther @cook_19996201
Bangladesh

#রান্না

ভেজিটেবল রোল (vegetables roll recipe in Bengali)

#রান্না

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

সময় 40 মিনিট
  1. 2 কাপময়দা
  2. 1/2 কাপগাজর কুঁচি
  3. 1/2 কাপপেঁপে কুচি।
  4. 1/2 কাপআলু কুচি
  5. 3টেবিল চামচ পেঁয়াজ কুচি
  6. 4-5 টিকাঁচা মরিচ
  7. 1/2 চা চামচহলুদের গুঁড়ো
  8. 1/2 চা চামচমরিচের গুঁড়ো।
  9. 1 চা চামচগোল মরিচের গুঁড়ো
  10. 1 চা চামচজিরা গুড়া
  11. 1/2 চা চামচটেস্টিং সল্ট
  12. স্বাদমতোলবণ
  13. 3 টেবিলচামচধনিয়া পাতা কুচি
  14. 2টেবিল চামচ কর্ণ ফ্লাওয়ার
  15. 1 টিডিম
  16. পরিমান মতো পাউরুটির গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে সবজি গুলি গ্রেটার দিয়ে কুচি করে কেটে নিব, কাটার আগে সবজি পরিস্কার করে ধুয়ে নিব।সব রান্নার সামগ্রি এক সাথে করবো

  2. 2

    এখন ময়দা চেলে ডিম পরিমান মতো লবণ দিয়ে একটা বেটার তৈরি করে নিব,বেশি ঘন ও না আবার পাতলা ও না, মাঝামাঝি থাকবে বেটার টা, এখন 15 মিনট ঢেকে রাখবো।

  3. 3

    তারপর পুর টা রেডি করবো, চুলায় পেন বসিয়ে পরিমান মতো তেল দিব, তারপর পিয়াজ কুচি, টা দিয়ে দিব, সাথে লবণ দিব2/3.মিনিট নেড় চেড়ে সব সবজি গুলি গুড়া মশলা দিয়ে ভাজতে থাকবো, সবজি থেকে পানি বের হয়ে সবজি টা সিদ্ধ হয়ে আসবে তখন 2 টেবিল চামচ করন ফ্লাওয়ার।গুলিয়ে সবজির মধ্যে ঢেলে দিব একটু থিক হলে নামিয়ে নিব।

  4. 4

    এখন চুলায় পেন বসিয়ে তেল ব্রাশ করে ময়দর ডো থেকে এক হাতল করে ডো দিয়ে রুটি বানিয়ে নিব। এই ভাবে সব রুটি বানিয়ে নিব।

  5. 5

    এই ভাবে সব গুলি রুটি বানিয়ে 2 টেবিল চামচ ময়দা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে একটা আঠা বানিয়ে নিব, এখন রুটির মধ্যে পুর ভরে রোল গুলিতে আঠা লাগিয়ে রোল বানিয়ে নিব।

  6. 6

    এখন ময়দার বেটারে রোল চুবিয়ে।ব্রেড কামে গড়িয়ে নিব, তারপর রোলগুলি ডুবো তেলে মচমচে করে ভেজে নিব।

  7. 7

    তারপর পরিবেশন পাত্রে সাজিয়ে পরিবেশন করবো, খুব ইয়াম্মি রোল।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Khaleda Akther
Khaleda Akther @cook_19996201
Bangladesh
My passion is cooking 🍕🍴
আরও পড়ুন

Similar Recipes