ওমু রাইস(Omu rice recipe in Bengali)

Sampa Sardar. আমি কুকপ্যাড বাংলার একটা অংশ যে কমিউনিটি ঐতিহ্যবাহী বাংলার রন্ধনপ্রণালীকে সংরক্ষন করার কাজ চালিয়ে যাচ্ছে।
Sampa Sardar. আমি কুকপ্যাড বাংলার একটা অংশ যে কমিউনিটি ঐতিহ্যবাহী বাংলার রন্ধনপ্রণালীকে সংরক্ষন করার কাজ চালিয়ে যাচ্ছে। @cook_sampa1974

#ebook2
দূর্গাপূজোর সময় নানারকম নতুন নতুন খাবারের মধ্যে এই জাপানী ডিস ওমু রাইস টা রাখা যেতে পারে। এটা খেতে খুবই সুস্বাদু।

ওমু রাইস(Omu rice recipe in Bengali)

#ebook2
দূর্গাপূজোর সময় নানারকম নতুন নতুন খাবারের মধ্যে এই জাপানী ডিস ওমু রাইস টা রাখা যেতে পারে। এটা খেতে খুবই সুস্বাদু।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

2 জন
  1. 3 কাপবাসমতী চালের ভাত
  2. 3 টেডিম
  3. 1/4 কাপগাজর কুচি
  4. 1/4 কাপবিন্সকুচি
  5. 1 টেবিল চামচরসুন কুচি
  6. 2 টেবিল চামচবাটার
  7. 3 টেবিল চামচঅলিভ অয়েল
  8. স্বাদমতনুন
  9. 2 টেবিল চামচসস বানানোর জন্য - - - টমেটো সস
  10. 2 টেবিল চামচমধু
  11. 2 টেবিল চামচসেজওয়ান সস
  12. 1 টেবিল চামচসয়া সস
  13. 1 টেবিল চামচঅলিভ অয়েল
  14. 1 টেবিল চামচভিনিগার

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে একটা কড়ায় বাটার আর 1 টেবিল চামচ অলিভ অয়েল গরম করে ওতে রসুন কুচি দিয়ে একটু নেড়েচেড়ে ওতে গাজর আর বিন্সকুচি দিয়ে ভাজতে হবে মিডিয়াম ফ্লেমে

  2. 2

    এবার সব্জি গুলো নরম হলে ওতে বাসমতি চালের ভাত দিয়ে ভালোকরে মিক্স করে ওতে স্বাদমত নুন দিয়ে ভালোকরে মিশিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে।

  3. 3

    এবার একটা সসপ্যানে টমেটো সস, সয়া সস, সেজওয়ান সস, মধু, ভিনিগার আর অলিভ অয়েল দিয়ে গরম করতে বসিয়ে ভালোকরে ফুটিয়ে নামিয়ে নিতে হবে।

  4. 4

    এবার একটা বাটিতে ডিম গুলো ভেঙ্গে নিয়ে সামান্য নুন দিয়ে ভালোকরে ফেটিয়ে নিতে হবে।

  5. 5

    এবার একটা ফ্রাইপ্যানে 2 টেবিল চামচ অলিভ অয়েল গরম করে ওতে ফেটানো ডিমটা ঢেলে দিতে হবে

  6. 6

    এবার দুটো চপস্টিক দিয়ে দুদিক থেকে আস্তে করে টেনে মাঝখানে এনে ফ্রাইপ্যান টা আস্তে আস্তে ঘুরিয়ে টরন্যাডো ওমলেট এর শেপ দিতে হবে

  7. 7

    এবার যখন পুরো টরন্যাডোর শেপ এসে যাবে নামিয়ে নিতে হবে

  8. 8

    এবার একটা সার্ভিং প্লেটে মাঝখানে প্রথমে গার্লিক ফ্রায়েড রাইস রেখে ওর ওপরে টরন্যাডো ওমলেট কভার করে দিয়ে তার চারপাশে ঐ বানিয়ে রাখা সস ঢেলে দিয়ে গরম গরম সার্ভ করতে হবে। যখন টরন্যাডো ওমলেট টা ছুরি দিয়ে কাটা হবে তখন গরম গরম গার্লিক ফ্রায়েড রাইস বেরিয়ে আসবে। আর ঐ সস এর সাথে মিলে মিশে এক অসাধারন স্বাদ সৃষ্টি হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today

Similar Recipes