মালাই ইলিশ (Malai Illish recipe in Bengali)

Suprava Jana
Suprava Jana @cook_26192931
Howrah,Salkia

মালাই ইলিশ (Malai Illish recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৩ জন
  1. ৩ টুকরো ইলিশ মাছ
  2. ১ টেবিল চামচ সাদা সর্ষে বাটা
  3. ২ টেবিল চামচ কালো সর্ষে বাটা কাঁচা লঙ্কা ও নুন দিয়ে
  4. ১ কাপ নারকেলের দুধ
  5. ১ টেবিল চামচ পোস্ত বাটা
  6. স্বাদমতোনুন চিনি
  7. ৩-৪ টি চেরা কাঁচা লঙ্কা
  8. ২ টেবিল চামচ সর্ষের তেল
  9. ১/২ চা চামচহলুদ গুঁড়ো
  10. ১/৪ চা চামচ হলুদ লঙ্কার গুঁড়োর
  11. ৩ টেবিল চামচ টক দই

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে মাছ গুলো ধুয়ে পরিষ্কার করে নুন মাখিয়ে রাখতে হবে।।।।

  2. 2

    একটি মিক্সিং বোলে সাদা ও কালো সর্ষে বাটা পোস্ত বাটা দই নুন চিনি হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো নারকোলের দুধ ও ১ টেবিল চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।।।।

  3. 3

    এবার মাছগুলো ওই মশলার মধ্যে দিয়ে মাছের গায়ে ভালো করে মশলা লাগিয়ে দিতে হবে এবং ৫ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে।।।।

  4. 4

    এবার কড়াইতে ৪-৫ কাপ জল ও ১ চা চামচ নুন দিয়ে ওপরে স্ট্যাড বসিয়ে ১-২ মিনিট গরম করতে হবে।।।।

  5. 5

    এবার একটি টিফিন বক্সে ম্যারিনেট করা ইলিশ মাছ দিয়ে ওপরে সর্ষের তেল ছড়িয়ে চেরা কাঁচা লঙ্কা মাছের ওপর দিয়ে টিফিন বক্সের ঢাকা বন্ধ করে দিতে হবে।।।।

  6. 6

    এবার কড়াইয়ে রাখা স্ট্যাডের উপর বসিয়ে কড়াই ঢাকা দিয়ে ১০ মিনিট হাই ফ্লেমে স্টিম করে নিয়ে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ রেখে দিতে হবে।।।।

  7. 7

    কিছুক্ষণ পর গরম গরম সাদা ভাতের সঙ্গে পরিবেশন করুন গরম গরম মালাই ইলিশ।।।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Suprava Jana
Suprava Jana @cook_26192931
Howrah,Salkia
I Love Cooking....& I Love Eating....
আরও পড়ুন

Similar Recipes