চিকেন বিরিয়ানি(chicken biryani recipe in Bengali)

Shuvra Mazumder
Shuvra Mazumder @cook_27116045

চিকেন বিরিয়ানি(chicken biryani recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
  1. ৫০০ গ্রাম বাসমতী চাল
  2. ৫০০ গ্রাম চিকেন
  3. ৩ টা পেঁয়াজ
  4. ৩ টা আলু
  5. ১ টা টমেটো
  6. ১ টা গাজর
  7. ২০০ গ্রাম টক দই
  8. প্রয়োজন অনুযায়ীগোটা গরম মশলা
  9. পরিমান মতো তেল
  10. স্বাদ মতো নুন
  11. ১ টেবিল চামচ ঘি
  12. ১ টেবিল চামচ জিরে গুঁড়ো
  13. ১ টেবিল চামচ ধনে গুঁড়ো
  14. ১ টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো
  15. ১ টেবিল চামচ হলুদ গুঁড়ো
  16. ১ চা চামচ জাফরান
  17. ২ টেবিল চামচ দুধ
  18. ১ টেবিল চামচ বিরিয়ানি মশলা

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    প্রথমে গরম জল ফুটলে তাতে এলাচ, দারুচিনি আর লবঙ্গ দিয়ে ভাত তৈরি করে নিতে হবে। তারপর আলু আর ডিম সেদ্ধ করে নিতে হবে।

  2. 2

    এরপর কড়াইতে তেল গরম হলে পেঁয়াজ গুলো দিয়ে বেরেস্তা তৈরি করে নিতে হবে। আর একটি পাত্রে গরম দুধ দিয়ে তার মধ্যে জাফরান গুলো ভিজিয়ে দিতে হবে।

  3. 3

    এরপর চিকেন টাকে ম্যারিনেট করতে হবে। সব মশলা আর টক দই দিয়ে। প্রায় দুই ঘণ্টার জন্য। তারপর কড়াইতে তেল গরম হলে চিকেন রান্না করে নিতে হবে।

  4. 4

    এরপর হাড়িতে অল্প ঘি ছড়িয়ে ভাত, চিকেন, আলু, ডিম, দুধে ভেজানো জাফরান আর বিরিয়ানি মশলা দিয়ে একে একে ধাপ তৈরি করে ঢাকনা চাপা দিয়ে রান্না করতে হবে। তারপর ভালো করে ঝাকিয়ে নিয়ে পরিবেশন করলেই তৈরি চিকেন বিরিয়ানি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Shuvra Mazumder
Shuvra Mazumder @cook_27116045

মন্তব্যগুলি

Similar Recipes